Date: November 21, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল পেলেন দৌলতদিয়ার অসহায় নারীরা

উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল পেলেন দৌলতদিয়ার অসহায় নারীরা

January 13, 2024 10:58:52 AM   ডেস্ক রিপোর্ট
উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল পেলেন দৌলতদিয়ার অসহায় নারীরা

ডেস্ক রিপোর্ট:
উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে রাজবাড়ীর দৌলতদিয়ায় ১ হাজার ৫০০ অসহায় নারীর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি) দুপুর ২টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া উত্তরণ ফাউন্ডেশন স্কুলের মাঠে উত্তরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় এ কম্বল বিতরণ করা হয়।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রেজাউল করিমের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ীর পুলিশ সুপার জি.এম.আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নৌ পুলিশ ঢাকার পুলিশ সুপার কাজী নুসরাত এদিব লুনা, উত্তরণ ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের সদস্য কে এম মাহফিজুর প্রিন্স, অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম প্রমুখ।

এ সময় গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, ট্রাফিক পুলিশের পরিদর্শক তারক পাল, তৃতীয় লিঙ্গের গোয়ালন্দ উপজেলার দলনেতা মাহিয়া মাহি মিলনসহ দৌলতদিয়ার পূর্ব পাড়ার অসহায় নারীরা উপস্থিত ছিলেন।

কম্বল পাওয়া একাধিক অসহায় নারী বলেন, হাবিবুর রহমান স্যার আমাদের আজকে কম্বল দিয়েছেন। এই তীব্র শীতে আমরা কম্বল পেয়ে অনেক খুশি। হাবিবুর রহমান স্যার সব সময় আমাদের পাশে থাকেন, সহযোগিতা করেন। আমরা হাবিবুর রহমান স্যারকে ধন্যবাদ জানাই।

অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম বলেন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্যার সব সময় অসহায় নারীদের পাশে ছিলেন। করোনাকালে তিনি দৌলতদিয়ার যৌন কর্মীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। ঈদের মধ্যে যৌনপল্লীতে সেমাই, চিনি, মাংসসহ ইত্যাদি বিতরণ করেন। হাবিবুর রহমান স্যার সব সময় আমাদের যৌনপল্লীর মানুষের কথা চিন্তা করেন। আমাদের বিপদে আপদে তিনি পাশে থাকেন সব সময়।

রাজবাড়ীর পুলিশ সুপার জি.এম.আবুল কালাম আজাদ বলেন, উত্তরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অতিরিক্ত আইজিপি ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্যার নিজের মৌলিক পুলিশিং পেশার পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া পূর্বপাড়ার অসহায় নারী ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সামাজিক-অর্থনৈতিক জীবনমান উন্নয়নের জন্য সর্বদা কাজ করে যাচ্ছেন। সবার দোয়া ও ভালোবাসা থাকলে হাবিবুর রহমান স্যার দেশের জন্য আরও অনেক কিছু করতে পারবেন।