Date: November 23, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / বিনোদন / একসঙ্গে মঞ্চ মাতাবে নব্বই দশকের ৪ ব্যান্ড

একসঙ্গে মঞ্চ মাতাবে নব্বই দশকের ৪ ব্যান্ড

October 04, 2024 12:21:44 PM   বিনোদন প্রতিবেদক
একসঙ্গে মঞ্চ মাতাবে নব্বই দশকের ৪ ব্যান্ড

বাংলা ব্যান্ড সংগীতের সোনালি সময় ছিল সেই নব্বই দশক। তখন শ্রোতাদের ঝুলিতে থাকত বিভিন্ন ব্যান্ডের, বিভিন্ন অ্যালবামের ক্যাসেট। ফিতা টেনে গান শোনার সেসব মুহূর্তগুলো এই সময়ে স্মৃতি হয়ে থাকলেও এখনও শ্রোতাদের কাছে পুরোনো হয়নি সেই গানের শিল্পীরা।

নব্বই দশক ও তার পরবর্তী সময়ে দেশের প্রতিটি অঞ্চলে ছড়িয়ে পড়তে শুরু করে ব্যান্ডের গান। কনসার্টেও নিয়মিত হতে থাকে সেসব ব্যান্ডের শিল্পীরা। এখনও তাদের দাপট কম নয়; সংগীতে জনপ্রিয়তার শীর্ষে তারাই। বলা হচ্ছে জেমস, হাসান, মাইলসের মত কিছু ব্যান্ড-শিল্পীদের কথা। তাদের নিয়ে শ্রোতাদের জন্য আসছে সুসংবাদ।

ব্লু ব্রিক কমিউনিকেশন নামে একটি প্রতিষ্ঠান নব্বই দশকের জনপ্রিয় চার ব্যান্ড নিয়ে কনসার্টের ঘোষণা দিয়েছে। ‘ঢাকা রেট্রো’ শিরোনামের এ কনসার্টে মঞ্চ মাতাবে নগরবাউল, আর্ক, মাইলস ও দলছুট। প্রতিষ্ঠানটির অফিশিয়াল ফেসবুক পেজে জানানো হয় এ তথ্য।

জানা গেছে, আগামী ১৮ অক্টোবর রাজধানীর পূর্বাচলের ঢাকা অ্যারেনায় আয়োজিত হবে ঢাকা রেট্রো কনসার্টটি। ইতোমধ্যে শুরু হয়েছে টিকিট বিক্রি। গেট সেট রকে দুই ক্যাটাগরিতে পাওয়া যাচ্ছে টিকিট—ভিআইপি ২,৪০০ টাকা ও সাধারণ ১,৪০০ টাকা। আয়োজন শুরু হবে বিকেল ৫টায়। দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে বেলা ৩টায়।