Date: November 22, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / খেলাধুলা / মেসির খেলা নিয়ে প্রশ্ন তুলেছেন বেকহ্যাম!

মেসির খেলা নিয়ে প্রশ্ন তুলেছেন বেকহ্যাম!

July 19, 2023 02:32:36 PM   ক্রীড়া ডেস্ক
মেসির খেলা নিয়ে প্রশ্ন তুলেছেন বেকহ্যাম!

খেলারপত্র ডেস্ক:
লিগ কাপের গুরুত্বপূর্ণ ম্যাচ। শনিবার মাঠে নামছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি। মেক্সিকোর ক্লাব ক্রুজ আজুলকে ঘরের মাঠ ড্রাইভ পিংক স্টেডিয়ামে স্বাগত জানাবে ফ্লোরিডার ক্লাবটি। শুক্রবারের এই ম্যাচ ঘিরে এখন থেকেই অপেক্ষায় বিশ্বের কোটি মানুষ।
ধারণা করা হচ্ছিলো, এই ম্যাচের মধ্য দিয়েই ইন্টার মায়ামির হয়ে অভিষেক ঘটবে লিওনেল মেসির। ম্যাচের টিকেটের দামও তাই অনেকখানি বাড়িয়েছে ক্লাব কর্তৃপক্ষ। তবে, ম্যাচ শুরুর দুদিন আগে মেসির খেলা নিয়ে প্রশ্ন তুলেছেন ইন্টার মায়ামির মালিক ও ফুটবল কিংবদন্তি ডেভিড বেকহ্যাম। 
মেসিকে নতুন ক্লাবে মানিয়ে নিতে আরও কিছুটা সময় দেয়ার পক্ষপাতী এই সাবেক ফুটবলার, একটা কঠিন ম্যাচ। আমরা জানি, ভালো কিছু খেলোয়াড়ের সমন্বয়ে আমরা বেশ দারুণ একটি ক্লাব। আমরা জানিনা, মেসি পুরো ম্যাচ খেলবে নাকি বদলি হিসেবে নামবে। কারণ। সবকিছুর পর, তাকেও তৈরি হবার সময় দিতে হবে। আমাদের তার খেয়াল রাখতে হবে আর এটা নিশ্চিত করতে হবে, সে পুরোপুরিই তৈরি। কারণ, এতদিন সে ছুটিতে ছিল। এখন ছুটি শেষে কেবলই মায়ামি এসেছে। সে অনুশীলন শুরু করেছে আর বিষয়টা আমাদের জন্য বেশ ভালো।  
যদিও মেসি আসলেই খেলবেন কিনা তা পুরোপুরি তার নিজের এবং কোচ টাটা মার্টিনোর সিদ্ধান্তের উপর নির্ভর করবে বলেই জানান তিনি। এদিকে লিওনেল মেসির আগমন কেন্দ্র করে নিজেদের মাঠের ঘাস পরিবর্তন করার কথা ভাবছে যুক্তরাষ্ট্রের একাধিক ক্লাব। মেসির বর্তমান ক্লাব ইন্টার মায়ামিতে সাধারণ ঘাস ব্যবহার করা হয়। তবে অনেক ক্লাবেই আছে কৃত্রিম ঘাস। যেখানে খেলোয়াড়দের ইনজুরির আশঙ্কা থাকে বেশি। 
কৃত্রিম ঘাসের ইস্যুতে এমএলএসের কমিশনার ডন গারবের বলেন, আমেরিকায় অনেক আন্তর্জাতিক ম্যাচ হয়। সেগুলি ঘাসের মাঠেই হয়। কিন্তু লিগের সব দলের সেই মাঠ নেই। আমি আশা করি সেই সব দল নিজেদের মাঠের ঘাস বদলাবে। সেটা করতে যদিও সময় লাগবে। অনেক আন্তর্জাতিক তারকা মেজর লিগ সকারে খেলতে আসছেন। তাদের অনেকে কৃত্রিম ঘাসে খেলতে রাজি নন।’