Date: July 27, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / রাজধানী / ওয়ার্ডে ওয়ার্ডে ডেঙ্গু মোকাবিলায় ডিএনসিসির টাস্কফোর্স কমিটি

ওয়ার্ডে ওয়ার্ডে ডেঙ্গু মোকাবিলায় ডিএনসিসির টাস্কফোর্স কমিটি

July 26, 2023 09:36:40 AM   স্টাফ রিপোর্টার
ওয়ার্ডে ওয়ার্ডে ডেঙ্গু মোকাবিলায় ডিএনসিসির টাস্কফোর্স কমিটি

স্টাফ রিপোর্টার:

ডেঙ্গু মোকাবিলায় কাউন্সিলরকে আহ্বায়ক করে ওয়ার্ডে ওয়ার্ডে টাস্কফোর্স কমিটি গঠন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। মঙ্গলবার (২৫ জুলাই) রাতে বিষয়টি জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মুখপাত্র মকবুল হোসাইন।

তিনি বলেন, ডিএনসিসির সব ওয়ার্ডে প্রতি শনিবার ও বুধবার ডেঙ্গু মোকাবিলায় কার্যক্রম গ্রহণের জন্য সাত সদস্য বিশিষ্ট টাস্কফোর্স কমিটি গঠন করে আজ সন্ধ্যায় ডিএনসিসির সচিব মাসুদ আলম ছিদ্দিক একটি অফিস আদেশ জারি করেছেন।

মকবুল হোসাইন বলেন, সেই আদেশে উল্লেখ করা হয়েছে টাস্কফোর্স কমিটির দায়িত্ব হবে মশার সম্ভাব্য প্রজনন স্থলের তালিকা প্রস্তুত করা। যেমন– নির্মাণাধীন ভবন, সুউচ্চ ভবন, টিনসেড বাড়ি, সরকারি অফিস, বেসরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান, শপিংমল, মার্কেট, হোস্টেল, ছাদ বাগান, পরিত্যক্ত বাড়ি, জলাশয়, ড্রেন, খোলা বাজার ইত্যাদি। এছাড়া লার্ভা শনাক্তকরণ ও ধ্বংস করা,  তালিকা প্রস্তুত করা এবং ডেঙ্গু রোগীর তালিকা প্রস্তুত করা ও ডাটা এন্ট্রি।