গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলার অনুমতি পাচ্ছেন না পাকিস্তানি ক্রিকেটাররা। এই তালিকায় আছেন শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।
ক্রিকেটারদের বিদেশি লিগে খেলার ব্যাপারে খুবই কঠোর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগেও অনেকবার তারকা ক্রিকেটারদের অনাপত্তি পত্র আটকে দিয়ে আলোচনার জন্ম দিয়েছে পাকিস্তানের ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থা।
মূলত তাদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্যই এবার খেলার অনুমতি দিচ্ছে না পিসিবি। আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। ২১ আগস্ট দুই দলের টেস্ট সিরিজ শুরুর আগে ক্রিকেটারদের পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করতে চায় পাকিস্তান। যেন ক্রিকেটাররা পরিপূর্ণ ফিট থেকে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামতে পারেন।
চলতি বছরের মাঝামাঝি থেকে আগামী বছরের মে পর্যন্ত ব্যস্ত সূচি অপেক্ষা করছে পাকিস্তানের ক্রিকেটারদের জন্য। তাই পাকিস্তানের ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার ব্যাপারে সামনে আরও কঠোর হতে পারে। এ কারণে সিরিজ চলাকালীন কোনো ক্রিকেটারই বিদেশি লিগে খেলার অনুমতি পাবে না।
অবশ্য গত বছর কেন্দ্রীয় চুক্তি অনুযায়ী প্রতি ক্রিকেটারকে দুটি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমতি দেয়া হয়েছিল। তবে সে সময় অবশ্যই জাতীয় দলের খেলা থাকতে পারবে না। যদিও এবার জাতীয় দলের খেলা না থাকা সত্ত্বেও বিদেশি লিগে খেলার অনুমতি পাচ্ছেন না।