Date: February 26, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / জাতীয় / ক্রেন অপারেটর গ্রেপ্তার কনটেইনার পড়ে শ্রমিকের মৃত্যু

ক্রেন অপারেটর গ্রেপ্তার কনটেইনার পড়ে শ্রমিকের মৃত্যু

February 08, 2024 10:09:35 AM   ডেস্ক রিপোর্ট
ক্রেন অপারেটর গ্রেপ্তার কনটেইনার পড়ে শ্রমিকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনীপাড়া রেলওয়ে কলোনি সংলগ্ন বিজয় সরণি ফ্লাইওভারের নিচে ক্রেন থেকে কনটেইনার পড়ে শামীম মিয়া (৩৯) নামে এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। ওই মামলায় ক্রেন অপারেটর আজহারুল ইসলাম সোহাগকে (২৯) গ্রেপ্তার করেছে তেজগাঁও থানা পুলিশ।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তেজকুনীপাড়া রেল কলোনি সংলগ্ন বিজয় সরণি ফ্লাইওভারের নিচে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ৩৪৮ ও ৩৪৯নং পিলারের মধ্যে এ ঘটনা ঘটে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এ তথ্য নিশ্চিত করে জানান, বেলা ১১টার দিকে তেজগাঁও থানাধীন তেজকুনীপাড়া রেল কলোনি সংলগ্ন বিজয় সরণি ফ্লাইওভারের নিচে ক্রেন দিয়ে কনটেইনার সরানোর সময় শামীম মিয়া নামে এক ব্যক্তির ওপর আকস্মিক ক্রেন থেকে কনটেইনার পড়ে যায়। এতে ঘটনাস্থলে ওই শ্রমিকের মৃত্যু হয়।

তিনি আরও জানান, এ খবর পাওয়ার পর তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে সার্বিক খোঁজ-খবর ও তদন্ত শুরু করে তেজগাঁও থানা পুলিশ।

ঘটনাস্থল থেকে মৃত শ্রমিককে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ক্রেন অপারেটর আজহারুল ইসলাম সোহাগ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।