Date: January 15, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / বিনোদন / কলেজে ভর্তির সুযোগ না পেয়ে কী করেছিলেন

কলেজে ভর্তির সুযোগ না পেয়ে কী করেছিলেন

November 15, 2023 10:27:01 AM   ডেস্ক রিপোর্ট
কলেজে ভর্তির সুযোগ না পেয়ে কী করেছিলেন

ডেস্ক রিপোর্ট:


বলিউডের জীবন্ত কিংবদন্তি অমিতাভ বচ্চন নিজের জীবনের একটি অংশের গল্প জানিয়েছেন। সম্প্রতি কৌন বনেগা ক্রোড়পতির মঞ্চে নিজের কলেজ জীবনের স্মৃতিচারণ করেন বিগ বি।

অমিতাভ সঞ্চালিত এ অনুষ্ঠানটির সিজন-১৫ এর একটি এপিসোডে অমিতাভ বচ্চন জানান, তিনি বিএসসি করেছিলেন কারণ তিনি কোথাও ভর্তির সুযোগ পাননি।

বিগ বি বলেন, আমি ভর্তি হতে পারছিলাম না। একজন আমাকে বলল, আমি চণ্ডীগড়ে ভর্তি হতে পারি। তখন সাইকেলে চড়ে দিল্লি থেকে চণ্ডীগড় গিয়েছিলাম। পরে অনেক খোঁজাখুঁজির পর অবশেষে দিল্লিতে ভর্তি হই। আমি বিজ্ঞান নিয়েছিলাম, ক্লাসে প্রথম লেকচারই আমার বোঝার জন্য যথেষ্ট ছিল যে এটি আমার বোঝার ঊর্ধ্বে।

এরপর বিএসসিতে পড়ার সময় ভীতির কথা জানিয়ে তিনি আরও বলেন, এটা সহজ ছিল না। ভুল সাবজেক্ট নিয়েছিলাম। কোনোমতে তিন বছর সহ্য করেছি। প্রথমে ফিজিক্সের পরীক্ষায়ও ফেল করেছিলাম। তারপর আমি আবার পরীক্ষায় বসলাম এবং পাস করলাম।
দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজ থেকে ১৯৬২ সালে বিজ্ঞানে স্নাতক হয়েছেন অমিতাভ বচ্চন।
অভিনেতা হওয়ার আগে কলকাতার কাছে একটি মাইনিং কোম্পানিতে কাজ করতেন অমিতাভ বচ্চন। ১৯৬৯ সালে তিনি মুম্বাইয়ে চলে আসেন। পাঁচ দশকেরও বেশি সময় ধরে তিনি সফলভাবে দর্শকদের আনন্দ দিয়ে আসছেন অমিতাভ।