Date: February 22, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / ঢাকা / কালিয়াকৈর ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির বার্ষিক মিলনমেলা

কালিয়াকৈর ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির বার্ষিক মিলনমেলা

February 08, 2025 03:20:18 PM   উপজেলা প্রতিনিধি
কালিয়াকৈর ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির বার্ষিক মিলনমেলা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির চতুর্থ বার্ষিক মিলনমেলা শনিবার নন্দন পার্কে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি নাজমুল আলম খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গৌরীপুর হাই কিং ইলেকট্রিকের ব্যবস্থাপনা পরিচালক মো. সহিদুজ্জামান খান।

বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাবেক পরিচালক ইসমাইল হোসেন বকসী, এন্ডেলী কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর আতিকুর রহমান ভূঁইয়া, গাজীপুর ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মো. মতিউর রহমান ও সাধারণ সম্পাদক আলহাজ কাজী মেন্দারেছ বিল্লাল প্রমুখ।

মিলনমেলায় ইলেকট্রিক ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, ব্যবসায়িক অভিজ্ঞতা বিনিময় এবং ভ্রাতৃত্ববোধ জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। এছাড়া অতিথি ও সদস্যদের অংশগ্রহণে নানা খেলাধুলা, লটারি এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।