Date: January 04, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / খেলাধুলা / দশম খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে `৫০০'

দশম খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে `৫০০'

July 21, 2023 03:02:05 PM   ক্রীড়া ডেস্ক
দশম খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে `৫০০'

খেলারপত্র ডেস্ক:
বিশ্ব ক্রিকেটের সর্বকালের শ্রেষ্ঠ ক্রিকেটারদের একজন বিরাট কোহলি। নানা রেকর্ড আর মাইলফলক পাড়ি দিয়ে নিজেকে দিনদিন আরও উচ্চতায় নিয়ে যাচ্ছেন তিনি। এবার ভারতের তৃতীয় ও সব মিলিয়ে দশম খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০ ম্যাচ খেলার কীর্তি গড়লেন এই ব্যাটিং জিনিয়াস।
গত বৃহস্পতিবার পোর্ট অব স্পেনে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে নেমেছেন কোহলি। আর মাঠে নেমেই অবিস্মরণীয় এই মাইলফলক স্পর্শ করলেন কোহলি। তার আগে ভারতের মধ্যে এই মাইলফলক স্পর্শ করেছেন শচীন টেন্ডুলকার (৬৬৪) ও মহেন্দ্র সিং ধোনি (৫৩৮)।
তিন ফরম্যাট মিলিয়ে এখন পর্যন্ত ৫০০ ম্যাচ খেলেছেন কোহলি। এরমধ্যে ১১১টি টেস্ট, ২৭৪টি ওয়ানডে ও ১১৫টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেই কোহলি পেছনে ফেলে দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হককে। দেশের হয়ে ইনজামাম খেলেছেন ৪৯৯ ম্যাচ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে প্রথম দিন শেষে ৪ উইকেট হারিয়ে ২৮৮ রান করেছে সফরকারী ভারত। দিন শেষে ৮৭ রানের ইনিংস খেলে অপরাজিত আছেন ডানহাতি এই ব্যাটার। তিন ফরম্যাট মিলিয়ে কোহলি এখন পর্যন্ত করেছেন ২৫ হাজার ৫৪৮ রান। কোহলি ওয়ানডেতে ১২ হাজার ৮৯৮, টেস্টে ৮ হাজার ৬৪২ ও টি-টোয়েন্টিতে ৪ হাজার ৮ রান করেছেন।
আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির চেয়ে বেশি রান আছে মাত্র ৫ ব্যাটসম্যানের। তারা হলেন- শচীন টেন্ডুলকার (৩৪ হাজার ৩৫৭), কুমার সাঙ্গাকারা (২৮ হাজার ১৬), রিকি পন্টিং (২৭ হাজার ৪৮৪), মাহেলা জয়াবর্ধনে (২৫ হাজার ৯৫৭) ও জ্যাক ক্যালিস (২৫ হাজার ৫৩৪)।