পটুয়াখালী প্রতিনিধি:
ডিজিটাল প্রযুক্তি ও উদ্বাবন জেন্ডার বৈষম্য করবো নিরসন এ প্রতিপাদ্য বিষয়কে ঘিরে পটুয়াখালীর কুয়াকাটায় আদিবাসীদের নিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় আদিবাসী সংগঠন সিড়ি, গোলাপ প্রতিবন্ধী ও উপকুল সংস্থার যৌথ আয়োজনে নারী দিবস উপলক্ষে একটি রেলী বের করা হয়।
র্যালিটি কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিণ শেষে রাখাইন মহিলা মার্কেট মঞ্চে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভা শেষে শিশুদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আদিবাসী সংগঠন সিড়ি'র নির্বাহী পরিচালক এ্যাডভোকেট চান চান এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন- কুয়াকাটা পৌর প্যানেল মেয়র মোঃ শহিদ দেওয়ান প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বেসরকারি সংস্থা আভাস'র টেকনিক্যাল অফিসার সজ্ঞয় বিশ্বাস, পটুয়াখালী শিল্পকলা একাডেমির আর্টের শিক্ষক মোঃ ফরহাদ শিকদার। এতে আদিবাসী নারী শিশু সহ ৬০ নং লতাচাপলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।