Date: December 22, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / প্রযুক্তি / কী করবেন ক্যামেরা হ্যাকড হলে?

কী করবেন ক্যামেরা হ্যাকড হলে?

August 14, 2023 09:41:15 AM   প্রযুক্তি ডেস্ক
কী করবেন ক্যামেরা হ্যাকড হলে?

প্রযুক্তি ডেস্ক:

 ভুলবশত স্মার্টফোনের ক্যামেরা অজান্তেই অন্যের নিয়ন্ত্রণে (হ্যাকড) চলে যায়। অপ্রত্যাশিত কিছু হওয়ার আগেই ফোন ক্যামেরার নিরাপত্তা ত্রুটি খুঁজে বের করা জরুরি। স্মার্টফোনের ক্যামেরা হ্যাক হয়ে গেলে প্রাথমিকভাবে বুঝতে কষ্ট হতে পারে। তবে কয়েকটি বিষয় যাচাই করে সহজেই হ্যাকের বিষয়ে নিশ্চিত হওয়া সম্ভব।


ফোনের ক্যামেরা হ্যাকড হলে অপ্রত্যাশিত ফটো বা ভিডিও খুঁজে পাওয়া যায়। নিয়মিত ছবি আর ভিডিও গ্যালারি চেক করে তা খতিয়ে দেখতে হবে। অনেক সময় নিজের অজান্তেই অ্যাপ্লিকেশন সচল হয়ে যায়। অ্যাপ চালু হওয়ার সঙ্গে ক্যামেরা লাইটও চালু হয়। তখন বুঝতে হবে, ফোনের ক্যামেরা এখন অন্য কারও নিয়ন্ত্রণে চলে গেছে।

অনেকে মনে করেন, ফোনের ব্যাটারি দ্রুত ফুরিয়ে যাওয়া এবং গরম হয়ে যাওয়া হ্যাক হওয়ার প্রধান লক্ষণ। নিশ্চিত হলে ফোনের সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ বা মোবাইল সার্ভিসিং পয়েন্টে গিয়ে হ্যাকড রিমুভ করা যেতে পারে।