জেলা প্রতিনিধি:
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান ও দরিদ্র পরিবারের মাঝে মানবিক সহায়তা দিয়েছে সেনাবাহিনী।
আজ (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. কামরুল হাসান উপকারভোগীদের হাতে মানবিক সহায়তা তুলে দেন।
মানবিক সহায়তার অংশ হিসেবে গৃহ নির্মাণের জন্য ১৫ বান্ডিল ঢেউটিন, হুইল চেয়ার ও সোলার প্যানেল বিতরণ করা হয়। হতদরিদ্র অসুস্থ মানুষের উন্নত চিকিৎসার জন্য ৮০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। এসময় খেলাধুলার চর্চা অব্যাহত রাখার লক্ষ্যে মুসলিম পাড়া যুব সংঘকে এক লাখ ৩০ হাজার টাকার মূল্যের ক্রিকেট সামগ্রী প্রদান করেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. কামরুল হাসান।
লেফটেন্যান্ট কর্নেল মো. কামরুল হাসান বলেন, পার্বত্য অঞ্চলে সেনাবাহিনী দায়িত্ব পালনের পাশাপাশি পিছিয়ে পড়া মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে বিভিন্ন সময় মানবিক সহায়তা দিয়ে আসছে। দুর্গম পাহাড়ে বসবাসরত দরিদ্র মানুষের কল্যাণে সেনাবাহিনীর এ প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মো. মুরাদ হোসাইন ছাড়াও অন্যান্য সেনাকর্মকর্তারা উপস্থিত ছিলেন।