Date: December 04, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / খেলাধুলা / খেলতে খেলতে মাঠেই লুটিয়ে পড়লেন ক্রিকেটার, পরে মৃত্যু

খেলতে খেলতে মাঠেই লুটিয়ে পড়লেন ক্রিকেটার, পরে মৃত্যু

November 29, 2024 12:13:24 PM   ক্রীড়া প্রতিবেদক
খেলতে খেলতে মাঠেই লুটিয়ে পড়লেন ক্রিকেটার, পরে মৃত্যু

আম্পায়ারকে তিনি জানান, হাতে এবং বুকে ব্যথা করছে। অবস্থা দেখে আম্পায়ার ইমরানকে মাঠের বাইরে গিয়ে বিশ্রাম নিতে বলেন। কিন্তু মাঠ ছেড়ে বেরোনোর সময়ে আচমকাই লুটিয়ে পড়েন ইমরান। সঙ্গে সঙ্গে সতীর্থ ক্রিকেটাররা দৌড়ে যান ইমরানের কাছে।

পরে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। যেহেতু ম্যাচটি সরাসরি সম্প্রচার হচ্ছিল, তাই পুরো ঘটনা ধরা পড়েছে ক্যামেরায়। ভাইরাল হয়েছে মৃত্যুর কোলে ইমরানের ঢলে পড়ার ভিডিও।

হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ইমরানকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর কারণ হিসেবে জানানো হয়, আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ইমরানের। কিন্তু তার সতীর্থ নাসের খান জানান, ইমরানের শারীরিক অসুস্থতা ছিল না। তা সত্ত্বেও কী করে হৃদরোগে আক্রান্ত হলেন ক্রিকেটার, সেটা বুঝতে পারছেন না কেউই। সতীর্থের এমন পরিণতিতে শোকস্তব্ধ ক্রিকেটাররা।

জানা গিয়েছে, ইমরানের তিনটি মেয়ে রয়েছে। মাত্র চার মাস আগে জন্ম নেয় তার তৃতীয় কন্যা। ক্রিকেট খেলার পাশাপাশি ছোটখাটো একটি ব্যবসা পরিচালনা করতেন ইমরান।