Date: November 23, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / খুলনায় কর্মবিরতি চলছে চিকিৎসকদের

খুলনায় কর্মবিরতি চলছে চিকিৎসকদের

March 01, 2023 01:10:13 PM   স্টাফ রিপোর্টার
খুলনায় কর্মবিরতি চলছে চিকিৎসকদের

শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডা. শেখ নিশাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে খুলনায় কর্মবিরতি চলছে।

বুধবার (১ মার্চ) সকাল ৬টা থেকে কর্মবিরতি শুরু করে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনা শাখা। চলবে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত। হাসপাতালগুলোতে শুধু জরুরি বিভাগ খোলা থাকবে। ফলে ভোগান্তিতে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা।

এদিকে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে বিক্ষোভ করছেন চিকিৎসকরা।

বিএমএ সভাপতি ডা. শেখ বাহারুল আলম বলেন, ২৫ ফেব্রুয়ারি নগরীর শেখপাড়া এলাকার হক নার্সিং হোমের অপারেশন থিয়েটারে ঢুকে পুলিশের সহকারী উপ-পরির্দশক (এএসআই) নাঈম ও তার সঙ্গীরা ডা. শেখ নিশাত আবদুল্লাহকে মারধর করেন। এছাড়া অপারেশন থিয়েটারে ভাঙচুর চালান তারা। এক মাস আগে অপারেশন করা রোগীর জটিলতার কথা বলে তারা এ হামলা চালান। ডা. নিশাত বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
তিনি আরও বলেন, এ ঘটনায় মঙ্গলবার সোনাডাঙ্গা থানায় মামলা হয়েছে। তবে এখনো কেউ গ্রেফতার বা আটক হয়নি। আসামি গ্রেফতার হলে আমরা কর্মসূচি প্রত্যাহার করবো।