প্রযুক্তি ডেস্ক:
‘শিগগিরই আপনার জিমেইল অ্যাকাউন্ট মুছে যেতে পারে’, ব্যবহারকারীদের এমন সতর্কবার্তাই দিচ্ছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। কোম্পানি বলছে, এই সতর্কবার্তা পাওয়া ব্যবহারকারীরা নিষ্ক্রিয় অ্যাকাউন্ট সুরক্ষিত করার যথেষ্ট সময় পাবেন।
এই অ্যাকাউন্ট মোছার কার্যক্রম শুরু হবে ডিসেম্বর থেকে। গুগল জানিয়েছেন, কোনো অ্যাকাউন্ট তখনই নিষ্ক্রিয় হবে যদি কেউ এতে দুই বছরের মধ্যে লগইন না করে। আর কেবল জিমেইল ইনবক্স নয়, বরং একই লগইন ব্যবহার করে ইউটিউব দেখা বা গুগল সার্চ চালানো বা প্লে স্টোর থেকে বিভিন্ন অ্যাপ ডাউনলোডের মতো বিষয়গুলোও এতে অন্তর্ভুক্ত। গুগল আরও বলেছে, যেসব অ্যাকাউন্টে ‘গিফট কার্ড’ আকারে অর্থ উপার্জিত হয়, সেগুলো বন্ধ হবে না।
মে মাসে গুগল সতর্ক করেছিল তারা শিগগিরই অ্যাকাউন্ট মুছতে শুরু করবে। সংবাদ সাইট ব্লিপিং কম্পিউটার বলছে, গুগল এখন সেসব ব্যবহারকারীকে সতর্কবার্তা পাঠাচ্ছে, যাদের অ্যাকাউন্ট শিগগিরই হারিয়ে যাওয়ার ঝুঁকিতে আছে।