![গফরগাঁওয়ে ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী](/storage/news/gafargaon-2.jpg)
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা:
ময়মনসিংহের গফরগাঁওয়ে ঐতিহ্যবাহী ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলা উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য মো. মুশফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এ.কে.এম আনছার উদ্দিন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শাহ মো. হেমায়েত উল্লাহ। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।