গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা:
ময়মনসিংহের গফরগাঁওয়ে “গণিত শেখো, স্বপ্ন দেখো” এই প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হয়েছে উপজেলা আঞ্চলিক গণিত উৎসব।
শুক্রবার হাতিখলা উচ্চ বিদ্যালয় ম্যাথ ক্লাব আয়োজনে উক্ত বিদ্যালয়ে এ গণিত উৎসব অনুষ্ঠিত হয়। উপজেলা আঞ্চলিক গণিত উৎসবে ৫০০-এর বেশি শিক্ষার্থী নিবন্ধন করে।
প্রতিযোগিতায় চারটি ক্যাটাগরিতে প্রাথমিক, জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা গণিতের জটিল প্রশ্নের সমাধান করে চূড়ান্ত পর্বে ১০ জন প্রতিযোগী নির্বাচিত হন। যারা জাতীয় গণিত উৎসব- ২০২৫ এ অংশগ্রহণ করবেন। এই জাতীয় উৎসব আগামী ৭ ও ৮ ফেব্রুয়ারি ঢাকার সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক আনুয়ারুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক সমিতি প্রেসিডিয়াম সদস্য এস এম মোমতাজ উদ্দিন, বাংলাদেশ শিক্ষক সমিতি গফরগাঁও শাখা সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মো: শরিফুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম। সমন্বয়কের দ্বায়িত্ব পালন করেন হাতিখলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তাওহীদ ইসলাম।
শিক্ষার্থীরা জানান, এই উৎসব তাদের গণিতের প্রতি ভালোবাসা আরও বাড়িয়ে দিয়েছে এবং জাতীয় গণিত উৎসবে প্রতিযোগিতার জন্য আরও উৎসাহিত করেছে।