বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটায় বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে 'দুর্গাহাটা ফুটবল টুর্নামেন্ট ২০২৫'-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে স্থানীয় যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই ফাইনালে বটিয়াভাঙ্গা একাদশকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আদিবা একাদশ।
দুর্গাহাটা বাজারে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র ছিল। পরে টাইব্রেকারে আদিবা একাদশ ৩-১ গোলে জয়লাভ করে। খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে এক লক্ষ টাকা এবং রানার্সআপ দলকে পঞ্চাশ হাজার টাকার প্রাইজমানি প্রদান করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "বিগত ১৭ বছরে খেলাধুলা ও বিনোদনের সুযোগ না থাকায় ফ্যাসিস্ট সরকারের আমলে যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হয়েছিল।"
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান এবং গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক।
জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক নতুন প্রধান পৃষ্ঠপোষক হিসেবে এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ উদ্বোধক হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলা বিএনপির সহ-সভাপতি জুলফিকার হায়দার গামা, যুগ্ম সম্পাদক মুঞ্জুর মোরশেদ, সুরাইয়া জেরিন রনি, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ হারুনসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি এক মিলনমেলায় পরিণত হয়। খেলায় ধারাভাষ্যকার হিসেবে ছিলেন আইয়ুব ও সোহেল এবং ম্যাচ পরিচালনা করেন সাহিন, মিন্টু ও সিমান্ত।