Date: December 27, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / খেলাধুলা / গ্লোবাল টি-টোয়েন্টিতে দল পেলেন সাইফউদ্দিন-রিশাদ, দলবদল সাকিবের

গ্লোবাল টি-টোয়েন্টিতে দল পেলেন সাইফউদ্দিন-রিশাদ, দলবদল সাকিবের

June 22, 2024 10:44:49 AM   ক্রীড়া ডেস্ক
গ্লোবাল টি-টোয়েন্টিতে দল পেলেন সাইফউদ্দিন-রিশাদ, দলবদল সাকিবের

ক্রীড়া ডেস্ক:

মাঠের ক্রিকেটে সময়টা খুব একটা ভালো কাটছিল না মোহাম্মদ সাইফউদ্দিনের। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে লম্বা সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন। তাকে নিয়ে তুমুল আলোচনা চললেও বিশ্বকাপ দলে জায়গা পাননি। সেই সাইফউদ্দিন এবার ডাক পেলেন বিদেশি লিগে।

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের দল মন্ট্রিয়াল টাইগার্স দলে ভিড়িয়েছে সাইফউদ্দিনকে। অন্যদিকে, টরন্টো ন্যাশনালস ফ্র‍্যাঞ্চাইজি ড্রাফট থেকে দলে ভিড়িয়েছে চলমান বিশ্বকাপে বল হাতে দুর্দান্ত ফর্মে থাকা লেগ স্পিনার রিশাদ হোসেনকে। সাকিব ও লিটনের পর কানাডা লিগে ডাক পেলেন টাইগার এই দুই ক্রিকেটার। এবারই প্রথম তারা খেলতে যাচ্ছেন কোনো বিদেশি লিগ। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই মাঠে গড়াবে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ। সব ঠিক থাকলে আগামী ২৫ জুলাই পর্দা উঠবে টুর্নামেন্টটির। ১১ আগস্ট শিরোপার লড়াইয়ের মধ্য দিয়ে পর্দা নামবে আসরের।

এদিকে, মন্ট্রিয়াল টাইগার্সে সাইফউদ্দিন সতীর্থ হিসেবে পাচ্ছে কিউই ব্যাটার টম লাথাম, ক্রিস লিন, শেরফানে রাদারফোর্ড, আজমতউল্লাহ ওমরজাই, নাভিন উল হকদের। আসন্ন ৪র্থ সংস্করণে দলটির নেতৃত্ব দিতে দেখা যাবে তারকা ব্যাটার ক্রিস লিনকে। অন্যদিকে, রিশাদ হোসেনের সঙ্গে টরন্টো ন্যাশনালস দলে আছেন পাক পেসার শাহীন শাহ আফ্রিদি, র‍্যাসি ভ্যান ডার ডুসেন, মোহাম্মদ নওয়াজ, কলিন মুনরোর মতো তারকারা।

অন্যদিকে, আসন্ন এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে নতুন দলে খেলবেন সাকিব আল হাসান। আগের আসরে মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে খেললেও এবার টাইগার এই অলরাউন্ডার খেলবেন মিসিসাগা মিসিসিগা প্যান্থার্সে।