রাজশাহীর চারঘাটে দৈনিক দেশেরপত্র পত্রিকার বিক্রয় প্রতিনিধির উপর হামলার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। হামলার ঘটনায় অভিযোগের পর মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে মঞ্জুর উদ্দিনকে আটক করে।
মঞ্জুর উদ্দিন চারঘাটের কাকড়ামারি বাজার এলাকার নাসির উদ্দিনের ছেলে। হামলায় অভিযুক্ত অন্যরা হলেন নাসির উদ্দিনের অপর ছেলে মমিন উদ্দিন, মেজান উদ্দিন ও সেজান উদ্দিন।
জানা যায়, মঙ্গলবার (১৮ জুন ২০২৪) সকালে সাড়ে ৯টায় চারঘাট উপজেলার রাওথা কলেজের সামনে হাজির ঢালান এলাকায় পত্রিকা বিক্রিকালে স্থানীয় এক দোকানদারের সাথে কথা কাটাকাটি হয় দেশেরপত্রের বিক্রয় প্রতিনিধি মো. নূর নবী হযরত ও রাজন আলীর। পরে পত্রিকা বিক্রয়ের উদ্দেশ্যে সামনে এগিয়ে গেলে ঐ দোকানদার ফোন করে এলাকার সন্ত্রাসী বখাটে চারভাইকে জড়ো করে বিক্রয় প্রতিনিধিদের উপর হামলা করতে উসকে দেয়। পরে চার ভাই মিলে দুটি মোটরসাইকেলে করে দেশেরপত্রের বিক্রয় প্রতিনিধিদের পিছু নেয় এবং লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে। কিছু বুঝে ওঠার আগেই আক্রমণকারীরা মোটরসাইকেল চলমান অবস্থাতেই পেছন থেকে হামলা চালায় এবং দ্রুত সেখান থেকে সটকে পরে। এ অবস্থায় স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হামলাকারীদের আঘাতে নূর নবীর হাতের একটি হাড় ভেঙে যায় এবং রাজন আলীর মাথায় গুরুতর রক্তাক্ত জখম সৃষ্টি হয়। তারা চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনার পর গতকালই চারঘাট থানায় হামলাকারীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। পরে গতকাল রাতেই মঞ্জুর উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। হামলায় জড়িত নাসির উদ্দিনের অপর ছেলেদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে চারঘাট উপজেলা মডেল থানা সূত্র।