Date: January 08, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / বিনোদন / ছড়িয়ে পড়া নগ্ন দৃশ্য নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

ছড়িয়ে পড়া নগ্ন দৃশ্য নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

November 28, 2024 12:24:30 PM   বিনোদন প্রতিবেদক
ছড়িয়ে পড়া নগ্ন দৃশ্য নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

গেল কান চলচ্চিত্র উৎসবে ভারতের নাম উজ্জ্বল করেছিলেন পরিচালক পায়েল কাপাডিয়া ও তার ছবি ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’। সেখানে ‘গ্রাঁ প্রি’ সম্মান জিতেছে ছবিটি। কিন্তু ছবিটি ভারতে মুক্তি পেতেই তৈরি হয় বিতর্ক। কারণ, ছবির অভিনেত্রী দিব্যা প্রভার কিছু নগ্ন দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। আর তা নিয়েই শোরগোল পড়ে যায় নেটিজেনদের মাঝে। কেন এসব ছবিতে এই দৃশ্য রাখতে হবে, তা নিয়েও প্রশ্ন তোলে দর্শকেরা।

এ নিয়ে তীব্র আলোচনা হতেই মুখ খোলেন অভিনেত্রী দিব্যা প্রভা। অভিনেত্রী জানান, পুরো বিষয়টি অত্যন্ত শোচনীয়। এবং এই নিয়ে যে বিতর্ক হবে, তা নিয়ে তিনি আগে থেকেই জানতেন। সঙ্গে এও জানালেন, এই দর্শকেরা জনপ্রিয় গ্রিক পরিচালক ইয়োর্গোস ল্যান্থিমোসের কাজের প্রশংসা করেন, এমনকি অস্কারজয়ী বিদেশি অভিনেত্রীদের এ ধরনের অভিনয়ের, কাজের চর্চা করেন; অথচ একই কাজ যখন মালয়ালম অভিনেত্রীরা করে, তা সমালোচনার বিষয় হয়ে ওঠে।

তারপরও অভিনেত্রী আশা ছাড়ছেন না। দিব্যার কথায়, ‘এমন সমালোচনার পালটা প্রতিবাদ করার জন্য এগিয়ে আসছেন যারা, বিশেষ করে যেসব পুরুষেরা, তখন আনন্দ হয়। এর থেকেই প্রমাণ হয়, বর্তমান প্রজন্মের ওপর আমরা এখনও আশা রাখতে পারি। আমি একটা কথা পরিষ্কার করে দিতে চাই। অজস্র প্রশংসিত ছবিতে আমি অভিনয় করেছি, অভিনেত্রী হিসেবে বিভিন্ন পুরস্কারে সম্মানিতও হয়েছি। তাই স্রেফ রাতারাতি সস্তা প্রচার পাব বলে এ ধরনের দৃশ্যে অভিনয় করার মানুষ নই আমি।’


অভিনেত্রী এও জানান, সেন্সর বোর্ড যখন এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার অনুমোদন দিয়েছিল তখন সেন্সর বোর্ডের জুরিদের মধ্যে মালয়ালম শিল্পীরাও ছিলেন। অর্থাৎ, তাদেরও এই দৃশ্য নিয়ে কোনো আপত্তি ছিল না।