বিনোদন প্রতিবদেক:
ছোট পর্দার বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম।
তিনি বলেন, বুধবার মধ্যরাতে বুকে ব্যথার কারণে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তিশাকে। সেখান থেকে তাকে রাজধানীর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন আছেন তিনি।
শোনা যাচ্ছে, তিশা আত্মহত্যার চেষ্টা করেছেন? এমন প্রশ্নে নাসিম বলেন, বিষয়টি নিশ্চিত নয়। আমি মনে করি এই মুহূর্তে এ বিষয়ে কথা না বলাই ভালো। বরং আমরা অভিনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করছি।
এদিকে তানজিন তিশার ঘনিষ্ঠ কিছু সহকর্মী জানিয়েছেন, ছোট পর্দার এক অভিনেতার সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন তিশা। বেশ কিছুদিন ধরে সেই সম্পর্ক নিয়ে ঝামেলা চলছিল। এরই জের ধরে বুধবার রাতে তিশা রাজারবাগে নিজ বাসায় ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন। এরপর তার বোন অভিনেত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর সড়ক দুর্ঘটনার কবলে পড়েন অভিনেত্রী। একটি ড্রাম ট্রাক তার গাড়িকে ধাক্কা দেয়। এতে বড় কোনো বিপদ না ঘটলেও আহত হন তিনি। তার আগে আগস্টের শুরুতে জ্বরে আক্রান্ত হন তানজিন তিশা। বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে হাসপাতালে ভর্তি করা হয়।