Date: January 08, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / বিনোদন / জনপ্রিয় গায়ক জুবিন হাসপাতালে ভর্তি

জনপ্রিয় গায়ক জুবিন হাসপাতালে ভর্তি

December 03, 2022 12:59:03 AM   বিনোদন প্রতিবেদক
জনপ্রিয় গায়ক জুবিন হাসপাতালে ভর্তি

বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন নটিয়ালকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বৃহস্পতিবার সকালে সিঁড়ি থেকে পড়ে কনুই ভেঙে গেছে। তাকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, গত বৃহস্পতিবার সকালে সিঁড়ি থেকে পড়ে গিয়ে আহত হন জুবিন। তারপর দ্রুত তাকে মুম্বাইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার কনুই ভেঙে গেছে, পাঁজরে ফাটল ধরেছে, মাথায় অল্প আঘাত পেয়েছেন। তার ডান হাতে অস্ত্রোপচার করা হবে। তবে জুবিন তার শারীরিক অবস্থা নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি।

শহিদ কাপুর-কিয়ারা আদভানি অভিনীত ‘কবীর সিং’ সিনেমার ‘তুঝে কিতনা চাহে অউর হাম’ গানের কথা নিশ্চয়ই ভুলে যাননি! এ গানটি যার কণ্ঠে তুমুল শ্রোতাপ্রিয়তা লাভ করেছে তিনি হলেন-সংগীতশিল্পী জুবিন নটিয়াল। শুধু কি তাই, তার গাওয়া ‘লুট গায়ে’, ‘সমান্দার মে’, ‘হামনাভা মেরে’-এর মতো অনেক গানই উপহার দিয়েছেন এই শিল্পী। শাকিব খান অভিনীত ‘অন্তরাত্মা’ সিনেমার একটি গানেও কণ্ঠ দিয়েছেন জুবিন।