Date: November 22, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / জাতীয় / জামায়াত-শিবিরের নিষেধাজ্ঞা প্রত্যাহার, প্রজ্ঞাপন আজ

জামায়াত-শিবিরের নিষেধাজ্ঞা প্রত্যাহার, প্রজ্ঞাপন আজ

August 28, 2024 07:32:06 AM   স্টাফ রিপোর্টার
জামায়াত-শিবিরের নিষেধাজ্ঞা প্রত্যাহার, প্রজ্ঞাপন আজ

জামায়াত ইসলামী  দলটির ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের রাজনীতি নিষিদ্ধ করে জারি করা আদেশটি প্রত্যাহার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আজকেই  বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে বলেও জানিয়েছেন তিনি।

আজ বুধবার (২৮ আগস্টদুপুরে সাংবাদিকদের এমন তথ্য জানান সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ শিশির মনির।

শিশির মনির বলেন, যে অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করা হয়েছিল সেটা পুরোপুরি মিথ্যা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রিভিউ কমিটি বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো সম্পৃক্ততা পায়নি। এ কারণে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টা বসে জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। এরই মধ্যে ওই প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে এ বিষয়ে আরেকটি প্রজ্ঞাপন জারি করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।এর আগে প্রজ্ঞাপন বাতিলের ফাইল স্বরাষ্ট্র থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। এরপর প্রধান উপদেষ্টার অনুমোদনের জন্য তোলা হয়। সেখান থেকে মন্ত্রণালয়ে এলে আজ প্রজ্ঞাপন হবে।

ছাত্র-জনতার আন্দোলন যখন তুঙ্গেপতনের দ্বারপ্রান্তে ঠিক সেসময়  আগস্ট জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছিলসন্ত্রাসবিরোধী আইন২০০৯ এর ধারা ১৮( প্রদত্ত ক্ষমতাবলেবাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসহ এর সব অঙ্গ সংগঠনকে রাজনৈতিক দল  সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা হলো।  

 আইনের তফসিল-  বাংলাদেশ জামায়াতে ইসলামী  বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসহ এর সব অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ সত্ত্বা হিসেবে তালিকাভুক্ত করা হলো।