Date: July 27, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / রংপুর / জমে উঠেছে পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন

জমে উঠেছে পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন

May 15, 2024 12:56:45 PM   উপজেলা প্রতিনিধি
জমে উঠেছে পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন জমে উঠেছে। নির্বাচন জমজমাট লড়াইয়ের চালচিত্র দেখছেন সাধারণ ভোটারগণ। এ উপজেলায় ১০ জন প্রার্থী মাঠে সরগরম করে তোলেছেন। অসহনীয় গরম উপেক্ষা করে প্রার্থীরা ভোটের মাঠে মুখরিত হয়ে উঠেছে। শহরসহ গ্রাম-গঞ্জে হাট-বাজার ও বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়া পাওয়া সহ ফুলঝুড়ির প্রতিশ্রুতিও দিচ্ছেন। গণসংযোগ সভা সমাবেশ করছেন প্রার্থীরা। প্রতীক বরাদ্দের পরেই প্রার্থীদের প্রচার প্রচারনা সোডাউন চলছে। এলাকায় পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে ৩ জন পুরুষ ভাইস চেয়ারম্যান ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী। চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান আখতারুল ইসলাম (মোটর সাইকেল) প্রতীক, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব (ঘোড়া), উপজেলা বিএনপির সাবেক সমবায় বিষয়ক সম্পাদক ও বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান সুকুমার রায় (আনারস) প্রতীক, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আল-হাসনা ইস্কুলের পরিচালক ইত্তাশাম উল হক মিম (তালা) প্রতীক, উপজেলা জাতীয় পার্টির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদ সাবেক সদস্য আমির হোসেন (চশমা) প্রতীক, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ মোঃ আকলিমুর রহমান আরেফিন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা যুবলীগ সভাপতি সাবিনা ইয়াসমিন (বৈদ্যুতিক পাখা) প্রতীক, সাবেক ভাইস চেয়ারম্যান পারুল বেগম এর কন্যা মাহফুজা আক্তার (কলস) প্রতীক, উপজেলা মহিলা আওয়ামী লীগ সম্পাদক বর্তমান ভাইস চেয়ারম্যান ভারতী রাণী রায় (হাঁস) প্রতীক, ১নং ভোমরাদহ ইউনিয়ন সাবেক ইউপি সদস্য কহিনুর বেগম (ফুটবল) প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

এদিকে ভোটাররা জানান চেয়ারম্যান পদে দ্বি-মূখী লড়াইয়ের সম্ভাবনা দেখছেন। তবে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান কারা আসছেন সেদিকেই তাকিয়ে আছেন সচেতন মহল।

উপজেলা সহকারী রিটার্নিং অফিসার জানান, নির্বাচনী মাঠ শান্তিপূর্ণ রাখতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মনোনয়ন পত্র ২ মে প্রতীক বরাদ্দ ১৩ মে ভোট গ্রহণ ২৯ মে অনুষ্ঠিত হবে। এ উপজেলায় ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ২ লক্ষ ৬৬ হাজার ৬ শত ৬১ জন ভোটার, কেন্দ্র ৭৬টি।