Date: March 14, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / ঢাকা / টাঙ্গাইলের আবেদা খানম গার্লস হাইস্কুল এন্ড কলেজেরবার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

টাঙ্গাইলের আবেদা খানম গার্লস হাইস্কুল এন্ড কলেজেরবার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

January 27, 2025 10:34:03 AM   জেলা প্রতিনিধি
টাঙ্গাইলের আবেদা খানম গার্লস হাইস্কুল এন্ড কলেজেরবার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

টাঙ্গাইলে আবেদা খানম গার্লস হাইস্কুল এন্ড কলেজের ৮৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২৬ জানুয়ারি) টাঙ্গাইলের কলেজের খেলার মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সাবেক সংসদ সদস্য মৌলভী মোর্শেদ আলী খান পন্নী।

tangail-6.jpeg

বিদ্যালয়ের অধ্যক্ষ আহসান হাবিবের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হায়দার আলী খান পন্নী ওয়াকফ এস্টেটের মোতাওয়াল্লী মাখদুমা পন্নী, জেলা সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুজিবুল আহসান, করটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এসএম বদরুদ্দোজা বদর এবং বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ খলিলুর রহমান।

tangail-5.jpeg

আগত অতিথিদের ফুল দিয়ে ও ব্যাজ পড়িয়ে বরণ করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

উল্লেখ্য, বার্ষিক এই ক্রীড়া প্রতিযোগিতা স্কুলটির ঐতিহ্যবাহী আয়োজনগুলোর মধ্যে অন্যতম। শিক্ষার্থীরা অতিথিদের বরণ, জাতীয় সংগীত আবৃতি ও পতাকা উত্তোলন, প্যারেড ও  দিনব্যাপী প্রতিযোগিতার বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।