Date: January 15, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / ঢাকা / টঙ্গীতে জমি দখলের অভিযোগে উত্তরা প্রবর্তন সিটির ব্যবস্থাপনা পরিচালক গ্রেপ্তার

টঙ্গীতে জমি দখলের অভিযোগে উত্তরা প্রবর্তন সিটির ব্যবস্থাপনা পরিচালক গ্রেপ্তার

February 08, 2024 02:22:50 PM   জেলা প্রতিনিধি
টঙ্গীতে জমি দখলের অভিযোগে উত্তরা প্রবর্তন সিটির ব্যবস্থাপনা পরিচালক গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে প্রবর্তন সিটির ব্যবস্থাপনা পরিচারক মো. মাহাবুব আলমকে গ্রেপ্তার করেছে পশ্চিম থানা পুলিশ। বুধবার দিবাগত রাত দুইটায় মুদফা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা যায়, জনৈক এ এস এম আব্দুল্লাহ আল জিয়া ও প্রফেসর ডা. ওহিদুজ্জামান ভুইয়া মিলে প্রবর্তন সিটির পাশে সাড়ে ২৪ শতাংশ জমি ক্রয় করেন ২০০৬ সালে গত দুই বছর আগে পবর্তন সিটি জমিটি মাঠি দিয়ে ভরাট করে তাদের কব্জায় নিয়ে নেয়। এ ব্যপারে জমির মালিক প্রবর্তন সিটির কর্মকর্তাদের সাথে কয়েক দফায় বৈঠক করে কাজ হয়নি। জমির মালিক জমিও পাচ্ছেনা জমির মুল্যও পাচ্ছেনা। পরে জমির এক মালিক এ এস এম আব্দুল্লাহ আল জিয়া বাদী হয়ে গত বুধবার রাতে টঙ্গী পশ্চিম থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর ওইদিন রাতে প্রবর্তন সিটির মালিক মাহাবুবকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ।

টঙ্গী পশ্চিম থানার ওসি মো. সাখাওয়াত হোসেন বলেন, জমির মালিক থানায় একটি অভিযোগ দেয়। এই অভিযোগের প্রেক্ষিতে রাত দুইটায় মুদফা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।