Date: December 25, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / ঢাকা / টুঙ্গিপাড়ায় স্কুল থেকে ফেরার পথে শিশুকে চোখ বেধে হত্যার হুমকি!

টুঙ্গিপাড়ায় স্কুল থেকে ফেরার পথে শিশুকে চোখ বেধে হত্যার হুমকি!

October 04, 2023 02:15:59 PM   জেলা প্রতিনিধি
টুঙ্গিপাড়ায় স্কুল থেকে ফেরার পথে শিশুকে চোখ বেধে হত্যার হুমকি!

গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আট বছর বয়সী এক শিশুকে স্কুল থেকে ফেরার পথে চোখ বেধে অপরহণ ও সপরিবারে হত্যার হুমকি দিয়ে ছেড়ে দেয়ার অভিযোগ ওঠেছে। মাশরাফি ইসলাম নামের ওই শিশু পাটগাতী মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্র। সে পূর্বপাড়া গ্রামের মামুন মোল্লার ছেলে।

জানা যায়, গত ১ অক্টোবর রবিবার বিদ্যালয় ছুটি হওয়ার পর বাড়ি ফেরার পথে পেছন থেকে কে বা কারা শিশু মাশরাফির চোখ মুখ চেপে ধরে। তারা কাপড় দিয়ে তার চোখ বেধে অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং তার বাবা-মা সহ পরিবারের সবাইকে হত্যার হুমকি দিয়ে ছেড়ে দেয়। এ ঘটনায় জীবনের আশঙ্কা প্রকাশ করে এবং দুর্বৃত্তদের আটকে টুঙ্গীপাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন শিশুটির পিতা মামুন মোল্লা।

মামুন মোল্লা জানান, ঘটনার দিনেই থানায় এই অভিযোগ দায়ের করেন তিনি। বিষয়টি তদন্ত করার ব্যাপারে থানা কর্তৃপক্ষ আশ্বস্ত করলেও তিন দিন পেরিয়ে গেছে, অথচ ঘটনাস্থল পরিদর্শন সহ দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি পুলিশকে। ফলে স্ত্রী-পুত্র নিয়ে আতেঙ্কের মধ্যে দিন পাড় করছেন তিনি। এ ব্যাপারে থানা পুলিশের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তিনি।