![টানা দ্বিতীয়বার বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড-২০২৩ পেল কাজী ফার্মস কিচেন](/storage/kazi-bg-20231226143527.jpg)
ডেস্ক রিপোর্ট:
১৫তম বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড প্রোগ্রামে ফ্রোজেন ফুড ক্যাটাগরিতে টানা দ্বিতীয়বার বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড-২০২৩ পেল কাজী ফার্মস কিচেন।
সম্প্রতি প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ১৫তম বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের আয়োজন করে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম।
প্রোগ্রামে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড গ্রহণ করেন কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর সিইও তানভীর হায়দার চৌধুরী। এ সময় অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুরস্কার গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় তানভীর হায়দার চৌধুরী বলেন, গুণগত মানসম্পন্ন পণ্য ভোক্তা সাধারণের হাতে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।
দেশের বাজারে দীর্ঘদিন থেকে কাজী ফার্ম কিচেন ফ্রোজেন ফুড সরবরাহ করে আসছে এবং মানসম্মত খাদ্য পণ্য উৎপাদনে খুব অল্প সময়ে ভোক্তাদের আস্থার জায়গা তৈরি করতে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি।
উল্লেখ্য, গত বছরও ফ্রোজেন ফুড ক্যাটাগরিতে কাজী ফার্মস কিচেন বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেয়েছে।