বজ্রশক্তি ডেস্ক:
বরগুনার বামনায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) এক মাঠ কর্মকর্তা নিহত হয়েছেন।
আজ শনিবার (৭ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার সোনাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কর্মকর্তার নাম জয় দে, তিনি এনএসআইয়ের মাঠ কর্মকর্তা হিসেবে বরগুনায় কর্মরত ছিলেন। নিহত জয় দে চট্টগ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে বরগুনা থেকে মোটরসাইকেলে বামনায় যাচ্ছিলেন এনএসআইয়ের দুই সদস্য। তাদের বহন করা মোটরসাইকেলটি পাথরঘাটা-বামনা সড়কের বামনা ফায়ার সার্ভিস কার্যালয়ের কাছাকাছি আসলে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এনএসআই কর্মকর্তা জয় দে নিহত হন। গুরুতর আহত অবস্থায় মেহেদী হাসানকে উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত জয় দে এসএনআইয়ের মাঠ কর্মকর্তা ছিলেন। এনএসআইয়ের ডিডি মহোদয় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তিনি আরও বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে যান। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।