Date: November 08, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / খেলাধুলা / টস জিতে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা

টস জিতে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা

October 29, 2024 04:36:02 AM   ক্রীড়া ডেস্ক
টস জিতে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক:
সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাটিং নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ঢাকায় সিরিজের প্রথম টেস্ট সফরকারীরা জিতেছে ৭ উইকেটে। ফলে চট্টগ্রাম টেস্ট বাংলাদেশের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, টস জিতলে তিনিও ব্যাটিং নিতেন। 
একাদশে যারা আছেন:
দক্ষিণ আফ্রিকা দুটি পরিবর্তন এনেছে। দলে ঢুকেছেন ব্যাটিং অলরাউন্ডার সেনুরান মুথুসামী ও পেসার ডেন প্যাটারসন। মুধুসামি আবার বামহাতি স্পিনার। বাদ পড়েছেন ব্রিটজকে ও অফস্পিনার ডেন পিয়েট। তাতে প্রথম টেস্টের চেয়ে একজন পেসার বেড়েছে প্রোটিয়াদের।  
বাংলাদেশ দলে অবশ্য পরিবর্তন তিনটি। অসুস্থতার কারণে খেলা হচ্ছে না লিটন দাসের। জাকের আলীও নেই। বাদ পড়েছেন নাঈম হাসান। ফলে দলে ঢুকেছেন পেসার নাহিদ রানা, কিপার ব্যাটার মাহিদুল ইসলাম ও ব্যাটার জাকির হাসান। উইকেট কিপার ব্যাটার মাহিদুলের অভিষেক হচ্ছে। প্রথম টেস্টে এক পেসার নিয়ে খেললেও শেষ টেস্টে দুই পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। 
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, জাকির হাসান, মাহিদুল ইসলাম  (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা, তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ। 
দক্ষিণ আফ্রিকা একাদশ: এইডেন মারক্রাম (অধিনায়ক), টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহ্যাম, রায়ান রিকেলটন, কাইল ভেরেইন (উইকেটরক্ষক), সেনুরান মুথুসামী, ভিয়ান মুল্ডার, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা ও ডেন পিটারসন।