Date: November 24, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / রংপুর / ঠাকুরগাও-৩ আসনে ৪ প্রার্থীর মধ্যে দুইজনের হাড্ডা-হাড্ডি লড়াই!

ঠাকুরগাও-৩ আসনে ৪ প্রার্থীর মধ্যে দুইজনের হাড্ডা-হাড্ডি লড়াই!

December 30, 2023 01:42:38 PM   উপজেলা প্রতিনিধি
ঠাকুরগাও-৩ আসনে ৪ প্রার্থীর মধ্যে দুইজনের হাড্ডা-হাড্ডি লড়াই!

পীরগঞ্জ (ঠাকুরগাও) সংবাদদাতা:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাও-৩ আসনে ৪ প্রার্থীর মধ্যে ২ প্রার্থীর নির্বাচনী মাঠে হাড্ডা-হাড্ডি লড়াই চলছে। এদিকে শীতকে উপেক্ষা করে প্রার্থী ও তাদের সমর্থকদের নিয়ে গ্রামের পথে পথে হাট-বাজার ও অন্য প্রাঙ্গণে নির্বাচনী প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন। এই আসনে ৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দীতা করছেন। এর মধ্যে ৩ জন দলীয়, ১ জন স্বতন্ত্র প্রার্থী। ভোটের মাঠ পর্যায়ে তথ্য বিবরনীতে উঠে আসে জাতীয় পার্টীর সমর্থিত হাফিজ উদ্দীন আহম্মেদ (লাঙ্গল) ও চৌদ্দ দলীয় শরীক দলের ওয়ার্কার্স পার্টির (হাতুড়ী) প্রতিক এ তুমুল লড়াই চলছে। এছাড়াও বিকল্প ধারা বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এসএম খলিলুর রহমান (কুলা), স্বতন্ত্র প্রার্থী আশা মনি (ঈগল) প্রতিক নিয়ে নির্বাচন করছেন। নির্বাচন কার্যালয় তথ্য মতে পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলা নিয়ে এ আসন গঠিত। পীরগঞ্জ উপজেলায় ১টি পৌরসভা, ১০টি ইউনিয়ন ও রানীশংকৈল উপজেলায় ১টি পৌরসভা, ৮টি ইউনিয়ন। এ আসনে মোট ভোটার ৩,৪৪,৩৬০ জন, কেন্দ্র ১২১টি।