Date: December 27, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / খেলাধুলা / ড্রেসিংরুমে সিগারেট টেনে বিপাকে সুজন

ড্রেসিংরুমে সিগারেট টেনে বিপাকে সুজন

February 11, 2023 02:21:45 PM   ক্রীড়া ডেস্ক
ড্রেসিংরুমে সিগারেট টেনে বিপাকে সুজন

ক্রীড়াঙ্গন ডেস্ক:
গ্রুপ পর্বের শেষ ম্যাচে খুলনা টাইগার্স পায় স্বস্তির জয়। আগেই বিদায় নিশ্চিত হয়ে যাওয়া দলটি হারায় ফরচুন বরিশালকে। এই ম্যাচে আলো ছড়ান মাহমুদুল হাসান জয় ও হাবিবুর রহমান সোহান। এই দুজনের ওপর আস্থা রেখেছিলেন খুলনার কোচ খালেদ মাহমুদ সুজন। কিন্তু এমন দিনে বিব্রতকর পরিস্থিতির মধ্যেই পড়েছেন তিনি। ড্রেসিংরুমে তার সিগারেট ধরানোর ছবি দেখানো হয় টিভি পর্দায়। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় ওই ছবি।  
নিয়ম অনুযায়ী, এমন ঘটনা ঘটিয়ে শাস্তির মুখে পড়তে পারেন সুজন। তাকে করা হতে পারে মৌখিক সতর্ক অথবা দেওয়া হতে পারে আর্থিক শাস্তি। বিপিএলে নিয়মিতই কোচিং করান সুজন। নিয়ম-কানুনও তার ভালোই জানার কথা। তবুও এমন কাণ্ড করায় ম্যাচ ফির ১৫ থেকে ২০ শতাংশ কাটা যেতে পারে সুজনের।