আমতলী প্রতিনিধি:
ডিজিটাল যুগেও অ্যানালগ সিস্টেমে পরে আছে বরগুনা জেলার আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের পোস্ট অফিসটি। আশেপাশের সকল ইউনিয়ন পোস্ট অফিসগুলোর কার্যক্রম অনলাইনের অন্তর্ভূক্ত হলেও আঠারোগাছিয়া ইউনিয়নের পোস্ট অফিসটির কার্যক্রম এখনও মান্ধাতা আমললের সিস্টেমে চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দীর্ঘদিন যাবৎ অবগত করে আসলেও এ ব্যাপারে তাদের কোনো প্রকার তৎপরতা লক্ষ করা যাচ্ছে না।
ফলশ্রুতিতে স্থানীয় বাসিন্দাদের পোহাতে হচ্ছে ভোগান্তি। যাবতীয় কাগজপত্র অনলাইনকরণ, পাসপোর্ট সংক্রান্ত কাজগুলোর জন্য পরতে হচ্ছে বাড়তি ঝামেলায়। হতে হচ্ছে অপদস্থ, হয়রানি ও আর্থিক ক্ষয়ক্ষতির শিকার।
এই ভোগান্তির ইতি টেনে আঠারোগাছিয়া ইউনিয়নের পোস্ট অফিসটি ডিজিটালাইজড করতে বরগুনার ডিসি মহোদয়ের নিকট আবেদন জানিয়েছেন আঠারোগাছিয়া ইউনিয়নবাসী।