দেশব্যাপী নেতৃস্থানীয় ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে হোপ ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের উত্তরা ক্যাম্পাসে দুই দিনব্যাপী আইএইচএসবি বিজনেস কার্নিভাল ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গতকালের সমাপনী দিনে মোটিভেশনাল স্পিকার আয়মান সাদিক ও মুনজেরিন শহীদ বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন।
ছাত্র-ছাত্রীদের উদ্ভাবনী, সৃজনশীল মেধা বিকাশের ও তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব জীবনে প্রয়োগ কৌশল বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন প্যারামাউন্ট ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা ও প্যারামাউন্ট ইন্টারন্যাশনাল কনসালটেন্ট এর চেয়ারম্যান এনামুল হক সরকার। এই সৃজনশীল প্রতিযোগিতা মূলক কার্নিভালে ৫২টি ইংলিশ মিডিয়াম স্কুল এবং ৬০০ প্রতিযোগী ছাত্রছাত্রী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
এই কার্নিভালে ছাত্র-ছাত্রীদের বিশ্ব উদ্যোক্তার দক্ষতা অর্জনের আলোকবর্তিকা হিসেবে ভূমিকা পালন করে কারনিভালের স্পন্সর প্যারামাউন্ট ইন্টারন্যাশনাল কনসালটেন্ট ফর স্টাডি অ্যাব্রোড। বর্তমানে দেশে থেকেই বিশ্বমানের বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ও অফলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করছে প্রতিষ্ঠানটি।
কার্নিভালে মোটিভেশনাল বক্তব্যে প্রধান বিচারক ও স্পন্সরড এনামুল হক সরকার এই ধরনের প্রতিযোগিতামূলক আয়োজন ছাত্রছাত্রীদের মেধা বিকাশে অনন্য ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন। প্রীতম হাসানের গান পরিবেশনা ছিল কার্নিভালের অন্যতম আকর্ষণ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দু'দিনব্যাপী অনুষ্ঠিত প্রদর্শনী সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত ছিল।