Date: January 05, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / অর্থনীতি / দেশের মানুষের মাথাপিছু আয় এখন ২৮২৪ মার্কিন ডলার

দেশের মানুষের মাথাপিছু আয় এখন ২৮২৪ মার্কিন ডলার

November 15, 2022 04:49:14 AM   ডেস্ক রিপোর্ট
দেশের মানুষের মাথাপিছু আয় এখন ২৮২৪ মার্কিন ডলার

বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় এখন ২ হাজার ৮২৪ মার্কিন ডলার। সোমবার (১৪ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা মন্ত্রণালয় ও বিভাগগুলোর ২০২১-২২ অর্থবছরের কার্যাবলী সংক্রান্ত বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশে মাথাপিছু আয় ২ হাজার ৮২৪ মার্কিন ডলার নিরূপিত হয়েছে। আর জিডিপি প্রবৃদ্ধির হার ৭ দশমিক ২৫ শতাংশ (সাময়িক)।

এর আগে ২০২০-২১ অর্থবছরে দেশের মাথাপিছু আয় ছিল ২ হাজার ৫৯১ ডলার। সে হিসাবে বিগত অর্থবছরে মাথাপিছু আয় বেড়েছে ২৩৩ ডলার।