Date: January 15, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / খেলাধুলা / দু-এক দিনের মধ্যে ঘোষণা,অধিনায়ক ঠিক করবেন পাপন

দু-এক দিনের মধ্যে ঘোষণা,অধিনায়ক ঠিক করবেন পাপন

August 08, 2023 11:08:20 AM   ক্রীড়া ডেস্ক
দু-এক দিনের মধ্যে ঘোষণা,অধিনায়ক ঠিক করবেন পাপন

ক্রীড়া ডেস্ক:

গত ৩ আগস্ট বিসিবির সঙ্গে বৈঠক শেষে পাপনের বাসভবনের গ্যারেজে সংবাদ সম্মেলন করেন তামিম ইকবাল। সেখানেই স্বেচ্ছায় অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন এই ওপেনার। বিশ্বকাপ আর এশিয়া কাপের আগ-মুহূর্তে এসে তামিমের এমন সিদ্ধান্তে কিছুটা হলেও বিপাকে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই সংকট নিরসনে আগামী দুয়েক-একদিনের মধ্যেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করার কথা জানাল বিসিবি।

আজ (মঙ্গলবার) বিসিবির সভা শেষে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন জালাল ইউনুস চৌধুরী। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান বলেন, 'দুয়েক দিনের মধ্যেই সিদ্ধান্ত হবে অধিনায়ক ইস্যুতে।'

নতুন অধিনায়কের সম্ভাব্য তালিকায় আছেন সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ ও লিটন দাস। তবে বিশ্বকাপ এবং এশিয়া কাপ বিবেচনায় সাকিবের অভিজ্ঞতাই ভরসা রাখতে পারে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

এ প্রসঙ্গে জালাল বলেন, 'আজ থেকেই বোর্ড সভাপতি আলোচনা করবেন সম্ভাব্য যারা রয়েছেন। সম্ভাব্য তালিকায় সাকিব, লিটন এবং মিরাজের নাম রয়েছে।'