Date: January 05, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / নওগাঁয় দুই ডিম ব্যবসায়ীকে জরিমানা করা হয়

নওগাঁয় দুই ডিম ব্যবসায়ীকে জরিমানা করা হয়

August 12, 2023 10:48:19 AM   বজ্রশক্তি ডেস্ক
নওগাঁয় দুই ডিম ব্যবসায়ীকে জরিমানা করা হয়

বজ্রশক্তি ডেস্ক:

মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করায় দুটি ডিমের আড়তসহ পাঁচটি প্রতিষ্ঠানকে ৯ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে নওগাঁ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ(১২ আগস্ট) দুপুরে শহরের কাঁচা বাজার এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

নওগাঁ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রুবেল আহমেদ ঢাকা পোস্টকে বলেন, দুপুরে শহরের বড় কাঁচা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করায় গৌড় ডিম ঘরকে ৫০০ টাকা এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করার অপরাধে অনিক ডিম আড়তকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও মূল্য তালিকা প্রদর্শন না করায় আজিজ স্টোর, নিত্যপণ্য ও ভবানীপুর স্টোরের প্রত্যেককে ২ হাজার করে ৬ টাকা জরিমানা করা হয়।

তিনি বলেন, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। কিছু অসাধু ব্যবসায়ী মূল্য তালিকা প্রদর্শন ও ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ করছেন না। জরিমানা করে ব্যবসায়ীদের সাবধান করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে। অভিযানে জেলা পুলিশ লাইন্সের একটি দল সার্বিক সহযোগিতা করেছে।