Date: January 04, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / নিজ বাড়ির পুকুরে গোসল করতে নেমে শহীদুল ইসলাম রবিন এর মৃত্যু

নিজ বাড়ির পুকুরে গোসল করতে নেমে শহীদুল ইসলাম রবিন এর মৃত্যু

August 12, 2023 10:38:22 AM   বজ্রশক্তি ডেস্ক
নিজ বাড়ির পুকুরে গোসল করতে নেমে শহীদুল ইসলাম রবিন এর মৃত্যু

বজ্রশক্তি ডেস্ক: 
নোয়াখালীর সেনবাগ উপজেলায় নিজ বাড়ির পুকুরে গোসল করতে নেমে শহীদুল ইসলাম রবিন (২৮) নামে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে।

আজ(১২ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নবীপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত শহীদুল ইসলাম রবিন সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের নবীপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি নবীপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

বাটয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তারেক আমিন জনি ঢাকা পোস্টকে বলেন, শহীদুল ইসলাম রবিন গত কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন। তিনি ঢাকার তেজগাঁও কলেজের এমবিএতে পড়াশোনা করতেন ও নবীপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন।

নবীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, সকাল ৮টার দিকে ঘুম থেকে উঠে বাড়ির পুকুরে গোসল করতে নামে শহীদুল ইসলাম। গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুব দিয়ে সে আর উঠেনি। পরে তার বাবা-মা পুকুর ঘাটে ছেলের জামা-কাপড় দেখে অনেকক্ষণ অপেক্ষা করে। এরপর ছেলেকে দেখতে না পেয়ে চিৎকার শুরু করে। একপর্যায়ে বাড়ির লোকজন পুকুরে নেমে সকাল ১০টার দিকে রবিনকে অচেতন অবস্থায় উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সেনবাগ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটোয়ারী ঢাকা পোস্টকে বলেন, এ বিষয়ে কেউ পুলিশকে অবহিত করেনি এবং কোনো অভিযোগও পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।