Date: November 22, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / জাতীয় / নির্বিঘ্নে এনআইডি সেবা দিতে কঠোর হুঁশিয়ারি ইসি সচিবের

নির্বিঘ্নে এনআইডি সেবা দিতে কঠোর হুঁশিয়ারি ইসি সচিবের

September 26, 2024 01:03:28 PM   নিজস্ব প্রতিবেদক
নির্বিঘ্নে এনআইডি সেবা দিতে কঠোর হুঁশিয়ারি ইসি সচিবের

সাধারণ জনগণদের নির্বিঘ্নে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন সেবা দিতে কর্মকর্তাদের হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব শফিউল আজিম।

হুঁশিয়ারি দিয়ে সচিব কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছেন, সব কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থলে যথাসময়ে উপস্থিত থেকে জনগণের কাঙ্ক্ষিত সেবা দিতে হবে। কোনো রকম অনিয়ম বা শিথিলতা বরদাশত করা হবে না। বর্তমানে নির্বাচন সংক্রান্ত কার্যক্রম না থাকায় অনিষ্পন্ন আবেদন নিষ্পন্নের ব্যবস্থা করতেও বলেছেন সচিব।

সম্প্রতি এনআইডি মহাপরিচালক মো. মাহবুব আলম তালুকদারের সভাপতিত্বে রংপুর অঞ্চলের জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন নিষ্পত্তিকরণ ও নতুন ভোটার নিবন্ধন সংক্রান্ত সেবা নিশ্চিতকরণ সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশনা দেন সচিব।

সভায় এনআইডি ডিজি জানান, রংপুর অঞ্চলের প্রবাসে বসবাসরত ভোটারদের ২০৫টি আবেদনের পরিপ্রেক্ষিতে ১১টি আবেদন তদন্ত করে অনুমোদন করা হয়েছে। তদন্ত করে বাতিল করা হয়েছে ৪০টি, দলিলাদি সংযুক্ত না করায় বাতিল করা হয়েছে ৬টি আবেদন। এছাড়া রংপুর অঞ্চলের ৮টি জেলার ৫৮টি উপজেলার জাতীয় পরিচয়পত্র সংশোধনের অনিষ্পন্ন ও প্রক্রিয়াধীন আবেদনের সংখ্যা ২৭ হাজার ৮০টি। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবা প্রদান নিশ্চিত করার জন্য অনুরোধ জানান ডিজি। সেবা প্রদানে কোনো সমস্যা থাকলে তা সভায় উপস্থাপনের জন্য অনুরোধ করেন।

ইসি সচিব শফিউল আজিম বলেন, প্রত্যেকটি কার্যালয়ের পরিবেশ জনসেবাবান্ধব করতে হবে। নতুন ভোটার, জাতীয় পরিচয়পত্র সংশোধন বিষয়ে প্রয়োজনীয় দলিলাদির তালিকা প্রদর্শন ও প্রচারের ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে স্থানীয় প্রেসক্লাবসহ অন্যান্য গণমাধ্যমের সহযোগিতা নিতে হবে। জেলা ও উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায়ও বিষয়গুলো তুলে ধরতে হবে।

সচিব বলেন, নির্বাচন কমিশন সচিবালয় থেকেও কেন্দ্রীয়ভাবে লিফলেটের মাধ্যমে প্রচারণার ব্যবস্থা করতে হবে। উপজেলা/থানা নির্বাচন অফিসগুলো সেবা প্রদানের কেন্দ্রবিন্দু। স্বচ্ছতা ও দক্ষতার সঙ্গে এ সব কার্যালয়ে সেবা নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মনিটরিং সেবা কার্যক্রম গতিশীল করবে বলে জানান সচিব।