Date: November 07, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / অর্থনীতি / নির্মাণ ও আবাসন শিল্পে ৪০ বছর পূর্তি

নির্মাণ ও আবাসন শিল্পে ৪০ বছর পূর্তি

December 08, 2023 09:56:36 AM   ডেস্ক রিপোর্ট
নির্মাণ ও আবাসন শিল্পে ৪০ বছর পূর্তি

ডেস্ক রিপোর্ট:

দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড (এসইএল) নির্মাণ ও আবাসন শিল্পে ৪০ বছরের দীর্ঘ পথ অতিক্রম করলো। এ উপলক্ষে মঙ্গলবার (৫ ডিসেম্বর) অরচার্ড কনভেনশন হলে 'শুভেচ্ছা বিনিময় ও মিষ্টি মুখ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বিশিষ্ট শিক্ষাবিদ, বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও আলোকিত মানুষ গড়ার কারিগর অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ অংশগ্রহণ করেন। তিনি তার বক্তব্যে দীর্ঘ ৪০ বছর ধরে নির্মাণ ও আবাসন শিল্পে এসইএল’র সততা, কাজের গুণগতমান ও গ্রাহক সেবার ভূয়সী প্রশংসা করে বিগত বছরের চেয়ে আগামী বছরের পথচলা যেন আরো সুন্দর ও সমৃদ্ধ হয় সেই কামনা করেন।

অনুষ্ঠানে এসইএল’র ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ রেডিমিক্স কংক্রিট অ্যাসোসিয়েশন এর বর্তমান সভাপতি, রিহ্যাব ও বিএসটিকিউএম-এর সাবেক সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আব্দুল আউয়াল তার বক্তব্যে কোম্পানির ভবিষ্যৎ কর্মপরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন এবং গ্রাহক সেবার মান আরও উন্নতির আশা ব্যক্ত করে বলেন, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে সম্মানিত ল্যান্ডওনার ও গ্রাহকদের সর্বোচ্চ সন্তুষ্টিকে প্রধান্য দিয়ে এসইএল আজ এ পর্যন্ত এসেছে। এই সুদীর্ঘ চলার পথে আমাদের ল্যান্ডওনার, গ্রাহক ও সরবরাহকারীদের সার্বিক সহযোগিতা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কোম্পানির অতিরিক্ত-ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ.এইচ.এম. জহিরুল হক, উপ-ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আবদুল্লাহ ও অতিরিক্ত উপ-ব্যবস্থাপনা পরিচালক স্থপতি মোহাম্মদ আবদুর রহমান (শাফি)।