Date: November 23, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / নারায়ণগঞ্জের পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এ ঘটনায় আহত ৩০

নারায়ণগঞ্জের পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এ ঘটনায় আহত ৩০

July 24, 2023 10:08:03 AM   ডেস্ক রিপোর্ট
নারায়ণগঞ্জের পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এ ঘটনায় আহত ৩০

ডেস্ক রিপোর্ট:
নারায়ণগঞ্জের ফতুল্লায় পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩০ জন আহত হয়েছেন।

আজ(২৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এ সময় কারখানার কর্মরত আনুমানিক ৩০ জন কর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে ২৭ জনকে নারায়ণগঞ্জ সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে বড়িতে পাঠানো হয়েছে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুল হাসান বিপুল ঢাকা পোস্টকে বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ২০ জন এখানে এসেছেন। তারা চিকিৎসাধীন অবস্থায় আছেন। বেশিরভাগই আগুনের ধোঁয়ায় আহত হন।

ফকির এপারেলসের সহকারী ব্যবস্থাপক বোরহান উদ্দিন ঢাকা পোস্টকে জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গেই আমাদের প্রশিক্ষিত ফায়ার ফাইটাররা আগন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন। পাশাপাশি ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুনে আহত ২৭ জন কর্মীকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাদের কেউই গুরুতর আহত নন।

এদিকে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ ফখরুদ্দিন আহমেদ ঢাকা পোস্টকে জানান, আগুন ত্রিশ মিনিটের মধ্যেই নিয়ন্ত্রণে আসে। আগুনের ঘটনায় কেউ দগ্ধ হন নি। তবে ২৫-৩০ জনের মত আহত হয়েছেন। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ও সূত্রপাত সম্পর্কে তদন্ত সাপেক্ষে বলা যাবে।