Date: November 22, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / খেলাধুলা / ভারতের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে পাকিস্তানের অংশ নেয়া উচিত -আফ্রিদি

ভারতের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে পাকিস্তানের অংশ নেয়া উচিত -আফ্রিদি

July 16, 2023 04:42:19 PM   ক্রীড়া ডেস্ক
ভারতের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে পাকিস্তানের অংশ নেয়া উচিত -আফ্রিদি

খেলারপত্র ডেস্ক:
দরজায় কড়া নাড়ছে ক্রিকেট বিশ্বকাপ। মাত্র আড়াই মাস পরেই পর্দা উঠবে বিশ্ব ক্রিকেটের মর্যাদাপূর্ণ এই আসরের। তবে এখন পর্যন্ত নিশ্চিত নয় টুর্নামেন্টের অন্যতম ফেবারিট পাকিস্তানের অংশগ্রহণ। এশিয়া কাপ খেলতে ভারত আসতে রাজি না হওয়ার প্রতিবাদে ভারতের মাটিতে বিশ্বকাপ বর্জনের ঘোষণা দিয়ে রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। 
শেষ পর্যন্ত ভারতে পাকিস্তানের ক্রিকেটাররা ভারতে পা রাখবে কিনা তা চূড়ান্ত করতে গঠন করা হয়েছে বিশেষ এক বোর্ড। সেই বোর্ডের পক্ষ থেকে সবুজ সংকেত মিললেই কেবল বিশ্বকাপে যাবে বাবর আজমের নেতৃত্বাধীন দলটি। তবে, পাকিস্তানের বিশ্বকাপে খেলতে যাবার পক্ষে এখনই মত দিয়ে রেখেছেন দেশটির সাবেক অধিনায়ক এবং কোচ মিসবাহ-উল-হক। 
করাচিতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে মিসবাহ বলেন, ‘অন্য যেকোন খেলায় ভারত-পাকিস্তান মুখোমুখি হচ্ছে, তাহলে ক্রিকেটে কেন অংশ নেয়া যাবেনা! ক্রিকেটকে কেন রাজনীতির সঙ্গে জড়ানো হচ্ছে? দুই দলের খেলা দেখা থেকে ভক্তদের বঞ্চিত করা অন্যায়। ভারত-পাকিস্তানের ক্রিকেট যারা অনুসরণ করে তাদের প্রতি এটি একটি অবিচার।’ 
তবে শুধু পাকিস্তানের প্রতিই এমন আহ্বান জানাচ্ছেন না মিসবাহ। ভারতেরও পাকিস্তান সফর করা উচিত বলে মনে করেন তিনি। মিসবাহ বলেন, ‘আমি ভারতে বহুবার খেলেছি। ভারতীয় সমর্থকদের চাপ, পরিপূর্ণ মাঠের পরিবেশ আমরা উপভোগ করেছি। এটা আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে। সেইসঙ্গে ভারতের কন্ডিশনের সঙ্গেও সহজে মানিয়ে নিতে সাহায্য করেছিল।’ 
মিসবাহ মনে করেন, পাকিস্তানের বর্তমান দলেরও ভারতের মাটিতে ভালো করার সম্ভাবনা আছে। তবে, চিরপ্রতিদ্বন্দ্বীদের মাঠে সাফল্য পাওয়া সহজ হবেনা, তাও জানেন সাবেক এই ব্যাটার। সেজন্য অবশ্য উত্তরসূরীদের পরামর্শও দিয়ে রেখেছেন তিনি।  
বাবর আজমদের উদ্দেশ্যে মিসবাহ বলেন, ‘বাহিরে কী ঘটছে তা নিয়ে ভাবা যাবে না, ভারতে বিশ্বকাপ জিততে হলে প্রতিপক্ষ ও মাঠ বিবেচনা করে একাদশ সাজাতে হবে। সেখানে খেলার চাপ আছে, আবার ওই চাপটাই আসল মজা। অনেকে বলছেন, পাকিস্তানের বিশ্বকাপ বয়কট করা উচিত, আমি পুরোপুরি এর বিপক্ষে।’ 
এদিকে মিসবাহ এর মতোই একই মন্তব্য করেছেন আরেক পাকিস্তানি গ্রেট শহিদ আফ্রিদি। ২০১১ বিশ্বকাপে পাকিস্তানের অধিনায়কের দায়িত্ব পালন করা আফ্রিদিও মনে করেন, ভারতের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে পাকিস্তানের অংশ নেয়া উচিত। 
অক্টোবরের ৬ তারিখ নেদারল্যান্ডসের সাথে ম্যাচ দিয়ে শুরু হবে পাকিস্তানের বিশ্বকাপ মিশন। লিগ পর্বে পাকিস্তানের ৯ ম্যাচে অংশ নিতে ভারতের পাঁচ ভেন্যুতে খেলতে হবে বাবর-রিজওয়ানদের। হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই ও কলকাতায় দুটি করে ম্যাচ আছে তাদের। আর আহমেদাবাদে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মুখোমুখি হবে ’৯২ এর শিরোপাজয়ী দেশটি।