পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া রেলগেটে শ্যামলী পরিবহনের একটি বাস দুর্ঘটনায় কবলিত হয়েছে। মঙ্গলবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনটি রেলগেটে মোড় নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে এনামুল মেম্বারের মার্কেটের ভেতরে ঢুকে যায়। এ ঘটনায় মার্কেটের সামনে রাখা একটি নতুন মোটরসাইকেল সম্পূর্ণরূপে দুমড়ে-মুচড়ে যায়। তবে, সৌভাগ্যবশত কেউ হতাহত হয়নি। পুলিশ ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মার্কেটের পাশে থাকা আমগাছ কেটে গাড়িটি উদ্ধার করে।
স্থানীয়রা অভিযোগ করেন, আটাপাড়া রেলগেট এলাকায় নির্দিষ্ট গতিরোধক এবং পর্যাপ্ত টার্নিং জায়গার অভাবে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তাদের মতে, যেখানে গতিরোধকের প্রয়োজন, সেখানে তা না দিয়ে অপ্রয়োজনীয় স্থানে গতিরোধক বসানো হয়েছে। এ বিষয়ে কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।