পাঁচবিবি প্রতিনিধি, জয়পুরহাট:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় নতুন কারিকুলামে পাঠ্যসূচি অনুযায়ী ৭ম শ্রেণির সাত বিষয়ে নতুন বই এখনো হাতে পায়নি শিক্ষার্থীরা। সরকার নির্ধারিত ক্লাস রুটিনে ১ জানুয়ারী থেকে শিক্ষা কার্যক্রম শুরু হলেও বই না থাকায় পাঠদান করতে পারছেন না শিক্ষকরা। উপজেলার চার হাজার তিনশত শিক্ষার্থীর বই আনতে প্রতিদিন মাধ্যমিক শিক্ষা অফিসে ধরনা দিচ্ছেন শিক্ষকরা। ৭ম শ্রেণির নতুন বই না পাওয়া বিষয়গুলো হলো ইংলিশ ফর টু-ডে, গণিত, চারুপাঠ, ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের বই। এছাড়াও শিক্ষক সহায়িকা গাইড ও হাতে পায়নি শিক্ষকরা।
জানা যায়, চলতি শিক্ষা বর্ষে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির জন্য সরকার নতুন কারিকুলামে নতুন পাঠ্যসূচি অনুযায়ী পাঠদানের নির্দেশনা দেন।১ জানুয়ারি ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির জন্য বিনা মূল্যে বই বিতরণ উৎসব হলেও ৭ম শ্রেণির সাত বিষয়ের বিতরণ করা হয়নি উপজেলায়। নতুন বছরের আড়াই মাস চললেও বই হাতে পায়নি শিক্ষার্থীরা। আগামীতে ২৩ মার্চ থেকে রজমান মাস উপলক্ষে স্কুল বন্ধ থাকার সরকারি নির্দেশনা আছে। বই না পেলে শিক্ষা বছর থেকে চার মাস পিছিয়ে পড়বে শিক্ষার্থীরা। অন্যদিকে বই ছাড়া সরকার নির্ধারিত ক্লাস রুটিন ও শিক্ষা সহায়িকা গাইডে নির্দেশনা মোতাবেক ধারাবাহিক পাঠ্যক্রম অনুযায়ী ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না।
সংশ্লিষ্ট শিক্ষকরা জানান, শিক্ষক সহায়িকা গাইডের নির্দেশনা অনুযায়ী ধারাবাহিকভাবে ক্লাস নিতে না পারলে ২০২৪ সালে অষ্টম শ্রেণিতে উঠে এই শিক্ষার্থীরা মেধার মুল্যায়নে পিছিয়ে থাকবে। গুরুত্বপূর্ণ দুইটি বিষয় ইংরেজি ও অংকে পুরোপুরি কাঁচা থাকবে। এসব বই না থাকায় ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না। অন্য শ্রেণির ক্লাস হলেও ৭ম শ্রেণির শিক্ষার্থীরা ক্লাসে আড্ডা ও গল্প করে সময় পার করছে।
উপজেলার বিননগর উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণির ছাত্রী নেহা রানী বলেন, ইংরেজি ও অংক গুরুত্বপূর্ণ এই দুই বিষয়ে বই না থাকায় আমাদের ক্লাস হচ্ছে না। এতে আমরা অন্যদের থেকে পিছিয়ে থাকচ্ছি। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান, ক্লাস না হলে ওইসব বিষয়ে কিভাবে মুল্যায়ন হবে তা নিয়ে দ্বিধা রয়েছে।
এ বিষয়ে পাঁচবিবি উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান খান বলেন, পাঠ্য বই চাহিদা পাঠানো হয়েছে। এনসিটিবি কর্তৃপক্ষ বই সরবরাহ করলেই শিক্ষার্থীরা নতুন বই পাবে। তবে কবে নাগাদ বই পাওয়া যাবে তা বলতে পারব না।