মোস্তফা, পাটগ্রাম সংবাদদাতা:
লালমনিরহাট জেলাধীন পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর শ্রমিক ফেডারেশনের আয়োজনে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১ তারিখ সকাল ১০ টা শ্রমিক ফেডারেশনের সভাপতি সামছুল হুদার সভাপতিত্বে উক্ত র্যালি ও আলোচনা সভায় প্রায় দুই হাজার সাধারণ শ্রামিক অংশ গ্রহন করেন। এসময় শ্রমিকদের নায্য পাওনা সহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়েছে।
উল্লেখযোগ্য দাবিগুলো হলো (১)গাড়ি টু গাড়ি লোড বাবদ ৩১ টাকা, শ্রমিক পায় ১২ টাকা(২) যাবতীয় কাঁচামাল লোড আনলোডের কোন বিল দেওয়া হয় না(৩) পাট,ঘাস, ভুট্টা ও অন্যান্য বীজের কোন লোডিং বিল নেই এটা দিতে হবে (৪)ভারতীয় ৬ চাকা গাড়ি ৩০-৪০ টন মাল নিয়ে আসে কিন্তু সর্দাররা লেবারদেরকে দায় ১৮ টন এর বিল এটা বন্ধ করতে হবে এবং আমদানীকারক চ্যালেন আই ও দি ক্লাইমেট কোম্পানি ব্যবসা প্রতিষ্ঠানের কোন লোডিং বিল দেয় না শুধু আনলোডিং ৩৯ টাকার মধ্যে শ্রমিক পায় ১৪ টাকা, এটা বন্ধ করে সব টাকা শ্রমিককে দিতে হবে।