লালমনিরহাটের পাটগ্রামে মোহরানা নগদ পরিশোধ করে যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার হেযবুত তওহীদের লালমনিরহাট জেলা শাখার আমির মো. একরামুল হক একরামের বাড়িতে এ বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জানা যায়, হেযবুত তওহীদ সদস্য ও পাটগ্রাম মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মো. মোস্তফার কন্যা ও হেযবুত তওহীদের মোজাহেদা মোছা. মোহাইমিন এর বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাত্র ঠাকুরগাঁও জেলার মোজাহেদ মো. ইউসুফ আলী।
বিবাহে যৌতুক তো নেই বরং নগদ দেনমোহর পরিশোধ করে বিবাহ করেছেন বর মো. ইউসুফ আলী। এ বিবাহের শুরুতে হেযবুত তওহীদ রংপুর জেলার সভাপতি মো. আব্দুস কুদ্দুস শামীম সকলের উদ্দেশ্যে বিবাহ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।
তিনি বলেন, "বিবাহে দেনমোহর পরিশোধ করা ফরজ, এছাড়া প্রকৃত ইসলামে বিবাহ সহজ ও সুন্দর।" এছাড়াও বিয়ের অন্যান্য সুন্নত সমন্ধে আলোচনা করেন। পরে বর নগদ দেনমোহর পরিশোধ করে বিবাহ সম্পূর্ণ করেন।
বিবাহ অনুষ্ঠানটি লালমনিরহাট জেলার হেযবুত তওহীদের মোজাহেদ মোজাহেদাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও পরিশ্রমে অনেক আনন্দময় হয়ে উঠে অনুষ্ঠানস্থল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, হেযবুত তওহীদের রংপুর বিভাগীয় আমির মো. মশিউর রহমান, বিভাগীয় সমন্বয়কারী আব্দুর রাকিবসহ কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলা আমির ও স্থানীয় মোজাহেদ-মোজাহেদাগণ। অতপর দেনমোহর নগদ পরিশোধ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নব দম্পতি। শেষে অতিথি আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।