পাঁচ বছর অপেক্ষার পর পটুয়াখালীর বাউলের মোঃ ইমরান হোসেনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছেন ইন্দোনেশিয়ার তরুণী নিকি উল ফিয়া।
বুধবার( ১মার্চ)সকালে পটুয়াখালী জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ আশিকুর রহমান আদালতে বিয়ের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করেন। আদালতের আইনজীবী মোঃ আল আমিন হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বাউফল এর দাসপাড়া ইউনিয়নের ইমরান হোসেনের সঙ্গে ইন্দোনেশিয়ার মেয়ে নিকি উল ফিয়ার বিয়ের আনুষ্ঠানিক প্রক্রিয়া আদালত সম্পন্ন করেছে। এরপর কাজীর মাধ্যমে ইসলামিক শরীয়া মোতাবেক তাদের বিয়ে সম্পন্ন করা হবে।
ইমরান হোসেন বলেন, নিকির সঙ্গে আমার পাঁচ বছরের সম্পর্ক। আমরা আজ আদালতে বাংলাদেশের বিয়ের সকল প্রক্রিয়া সম্পন্ন করেছি।
ইন্দোনেশিয়ান তরুণী নীতিউলফিয়া বলেন, বাংলাদেশ তার কাছে খুব ভালো লেগেছে। তিনি সারা জীবন বাংলাদেশে থাকবেন।
দেলোয়ার হোসেনের ছেলে ইমরান ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। বর্তমানে তার বয়স ২৫ বছর।আর নিকি উল ফিয়ার বয়স ২৩ বছর। নিকি ইন্দোনেশিয়ার সুরায়বায়া প্রদেশের জোম্বার এলাকার বাসিন্দা। নিকির বাবার নাম ইউলিয়ানতো এবং মায়ের নাম শ্রীয়ানি। আগামী ২ মার্চ বৃহস্পতিবার ইমরানের বাড়িতে বিয়ের অনুষ্ঠান হবে। নিকি উল ফিয়ার বাবা-মায়ের সম্মতিতে অনুষ্ঠানের তারিখ ঠিক করা হয়েছে।
২০১৭সালে ইমরানকে বিয়ে করতে বাউফলে এসেছিলেন নিকি কিন্তু তাদের বিবাহের বয়স না হওয়ায় তারা বিয়ে করতে পারেন নি।