Date: January 05, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / বিনোদন / প্রখ্যাত গীতিকার বার্ট বাকারাচ মারা গেছেন

প্রখ্যাত গীতিকার বার্ট বাকারাচ মারা গেছেন

February 10, 2023 09:31:56 PM   ডেস্ক রিপোর্ট
প্রখ্যাত গীতিকার বার্ট বাকারাচ মারা গেছেন

বিনোদন ডেস্ক:
পপ মিউজিকে দুনিয়াজুড়ে খ্যাতিমান গীতিকার বার্ট বাকারাচ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। ডো ইউ নো দি ওয়ে টু সান জোস, ওয়াক অন বাই অ্যান্ড হোয়াট দি ওয়ার্ল্ড নিডস নাউ ইজ লাভ, অ্যানি ওয়ান হু হ্যাড আ হার্ট-এমন সব কালজয়ী গানের এ রচয়িতা লস অ্যাঞ্জেলসের নিজ বাসভবনেই গত বুধবার মৃত্যুবরণ করেন। বাকারাচের জনসংযোগ কর্মকর্তা টিনা ব্রাউসাম জানিয়েছেন বার্ধক্যজনিত কারণে তার স্বাভাবিক মৃত্যু হয়েছে।
বর্ণাঢ্য কর্মময় জীবনে তিনবার অস্কার, দুইবার গোল্ডেন গ্লোব এবং ছয়বার গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। বাকারাচ তার যোগাযোগ দক্ষতার কারণেও ব্যাপক আস্থা অর্জন করেছিলেন। যুক্তরাষ্ট্রের ক্ষমতায় যে দলই আসুক না কেন হোয়াইট হাউজে তার ডাক পড়তই এবং সেখানে তার ঘনঘন যাতায়াত ছিল।
ব্যক্তিগত জীবনে তিনি চারবার বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রী পাউলা স্টিওয়ার্টের সঙ্গে ১৯৫৩ থেকে ৫৮ সাল পর্যন্ত সংসার করেন। দ্বিতীয় স্ত্রী এনজি ডিকিনসনের সঙ্গে তার সম্পর্ক ছিল ১৯৬৫ থেকে ১৯৮০ সাল পর্যন্ত। তৃতীয় স্ত্রী সেগারে সঙ্গে এক ছাদের নিচে থেকেছেন ১৯৮২ থেকে ১৯৯১ সাল পর্যন্ত। এরপর ১৯৯৩ সালে বিয়ে করেন জেন হানসেনকে। বাকারাচ মৃত্যুকালে তিন সন্তান অলিভার, রেলিই এবং ক্রিস্টোফারকে রেখে যান। প্রখ্যাত এ গীতিকার ও প্রয়োজক জন্ম নিয়েছিলেন মৌসুরির কানসাস শহরে। পরবর্তীতে তিনি নিউইয়র্কে চলে আসেন।