Date: December 22, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / রংপুর / পীরগঞ্জে অগ্নিকাণ্ডে দশটি বসতঘর পুড়ে ছাই

পীরগঞ্জে অগ্নিকাণ্ডে দশটি বসতঘর পুড়ে ছাই

November 05, 2024 12:11:19 PM   উপজেলা প্রতিনিধি
পীরগঞ্জে অগ্নিকাণ্ডে দশটি বসতঘর পুড়ে ছাই

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা:
পীরগঞ্জ পৌর শহরের জগথা মহল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের অন্তত দশটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার গভীর রাতে নাসির উল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। এতে প্রায় দশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

পীরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মতে, নাসিরের বাড়ির ভেতরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়, যা ঘরের ভেতর দিয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। এতে নাসিরের আটটি ঘরসহ প্রয়োজনীয় সকল সামগ্রী এবং তার ভাই তরিকুলের দুটি ঘরও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

প্রত্যক্ষদর্শী ও পার্শ্ববর্তী পরিবারের সদস্যরা জানান, আগুনের ঘটনায় শতাধিক পরিবারের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। অনেকে আগুন নেভাতে এবং নিজেদের যানমাল রক্ষায় দিশেহারা হয়ে যান, এতে বেশ কিছু মানুষ আহতও হন।

মঙ্গলবার দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রমিজ আলম। তিনি পৌরসভার পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।